Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জোহানেসবার্গে হাসিনা-জিনপিং বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২৩ ২৩:৫৭

জোহানসবার্গে শি জিনপিংযের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিএমও

ঢাকা: চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নেয়ার ফাঁকে তারা এই দ্বিপাক্ষিক বৈঠক করেন।

বুধবার (২৩ আগস্ট) জোহানসবার্গের হোটেল হিলটন সেন্ডটনে বাংলাদেশ সময় রাত ১০টার পর শেখ হাসিনা ও জিনপিংয়ের মধ্যে বৈঠক শুরু হয়। চলে প্রায় এক ঘণ্টা। বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, বুধবার জোহানসবার্গের হোটেল হিলটন সেন্ডটনে চীনের প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বঙ্গবন্ধুর নাতনি প্রধানমন্ত্রীকন্যা সায়মা ওয়াজেদ পুতুলও উপস্থিত ছিলেন।

জোহানসবার্গে শি জিনপিংয়ের সঙ্গে শেখ হাসিনার সৌজন্য সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীকন্যা সায়মা ওয়াজেদ পুতুল উপস্থিত ছিলেন। ছবি: পিএমও

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত অর্থনেতিক জোট ব্রিকস। এর বর্তমান সভাপতি ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার আমন্ত্রণে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার (২২ আগস্ট) স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে (বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৩৫ মিনিট) জোহানসবার্গ পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সফরের দ্বিতীয় দিন বুধবার বিকেলে রেডিসন হোটেল অ্যান্ড কনভেনশন সেন্টারে ‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার: বাংলাদেশ ট্রেড অ্যান্ড বিজনেস সামিট’ শীর্ষক রোড শো অনুষ্ঠানেও ভার্চুয়ালি যুক্ত হয়ে ভাষণ দেন শেখ হাসিনা। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।

বিজ্ঞাপন

সফরে ২৪ আগস্ট প্রধানমন্ত্রী ব্রিকস-ফ্রেন্ডস অব ব্রিকস লিডার্স ডায়লগ (ব্রিকস-আফ্রিকা আউটরিচ অ্যান্ড দ্য ব্রিকস প্লাস ডায়গল)-এ ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংক অব ব্রিকসে’র সদস্য হিসেবে বাংলাদেশের পক্ষ থেকে বক্তৃতা দেবেন। সকাল ৯টায় ৭০টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে স্যান্ডস্ট্যান্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠানটি শুরু হবে। ব্রিকস সম্মেলনের যোগদানের পাশাপাশি প্রধানমন্ত্রীর বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে।

সফর শেষে আগামী ২৬ আগস্ট স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের (ইকে৭৬২) ফ্লাইটে জোহানসবার্গের ওআর টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের পথে রওনা দেবেন শেখ হাসিনা। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রা বিরতি শেষে ২৭ আগস্ট সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার।
সারাবাংলা/এনআর/টিআর

টপ নিউজ দ্বিপাক্ষিক বৈঠক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিকস শীর্ষ সম্মেলন ব্রিকস সম্মেলন শেখ হাসিনা সায়মা ওয়াজেদ পুতুল

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর