Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিমা চুক্তি সই জেনিথ লাইফ’র

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২৩ ২২:১৪

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গ্রুপ স্বাস্থ্য বিমা চুক্তি সই করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি।

বুধবার (২৩ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তিটি সই হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে সই করেন ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ ও জেনিথ ইসলামী লাইফের পক্ষে মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।

বিজ্ঞাপন

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সিরাজুল ইসলাম তালুকদার, ডিন ও বিভাগীয় চেয়ারম্যান, মেডিকেল অফিসার এবং জেনিথ ইসলামী লাইফের কোম্পানি সচিব।

এই চুক্তির ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা স্বাস্থ্য বিমার সুবিধা ভোগ করতে পারবেন।

সারাবাংলা/জিএস।

জেনিথ ইসলামী লাইফ