Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইভি রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৩ ০০:০৯ | আপডেট: ২৪ আগস্ট ২০২৩ ১১:০৯

ঢাকা: ২০০৪ সালের ২১ আগস্ট ভয়াল গ্রেনেড হামলায় আহত হয়েছিলেন। এরপর হাসপাতালে তিন দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েন। শেষ পর্যন্ত সেই লড়াইয়ে জিততে পারেননি আর। না ফেরার দেশে পাড়ি জামিয়েছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী ও আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমান। বৃহস্পতিবার (২৪ আগস্ট) তার ১৯তম মৃত্যুবার্ষিকী।

প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী বেগম আইভি রহমানের পুরো নাম জেবুন নাহার রহমান আইভি। আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার দল আওয়ামী লীগ, পরিবার এবং বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন কর্মসূচি পালন করবে।

বিজ্ঞাপন

১৯৪৪ সালের ৭ জুলাই ভৈরবের সম্ভ্রান্ত পরিবারে জন্ম আইভি রহমানের। তার বাবা জালাল উদ্দিন আহমেদ ঢাকা কলেজের অধ্যক্ষ ও মা হাসিনা বেগম একজন গৃহিণী ছিলেন। আইভি রহমান নবম শ্রেণিতে পড়ার সময় ১৯৫৮ সালের ২৭ জুন জিল্লুর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের একমাত্র ছেলে নাজমুল হাসান পাপন বর্তমানে কিশোরগঞ্জ-৭ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। আর দুই মেয়ে তানিয়া ও ময়না।

ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার মধ্য দিয়ে আইভি রহমান অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক রাজনৈতিক বর্ণাঢ্য জীবন শুরু করেন। সদালাপী আইভি রহমান ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ছিলেন। ১৯৭১ সালে তিনি ভারতে গিয়ে সশস্ত্র ট্রেনিং নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন। ১৯৭৮ সালে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নির্বাচিত হন। ২০০২ সালে দলের জাতীয় কাউন্সিলেও তাকে একই পদে নির্বাচিত করা হয় এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞাপন

এর আগে, ১৯৮০ সাল থেকে কয়েক বছর মহিলা আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্ব পালন করেছেন আইভি রহমান। নারী অধিকার আদায়ের সংগ্রামে ও সমাজের অবহেলিত শিশু প্রতিবন্ধীদের কল্যাণেও আইভি রহমানের গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল অবিস্মরণীয়।

আইভি রহমানের মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন সংগঠন কর্মসূচি নিয়েছে। আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল ৯টায় বনানী কবরস্থানে কবর জিয়ারত, শ্রদ্ধাঞ্জলি নিবেদন, মিলাদ, দোয়া মাহফিল ও মোনাজাত। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকরা কর্মসূচিতে অংশ নেবেন।

এছাড়া পরিবারের পক্ষ থেকেও মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/এনআর/এমও

আইভি রহমান একুশে আগস্ট গ্রেনেড হামলা গ্রেনেড হামলা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর