Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ছাড়াল ৫০০, আক্রান্ত আরও ২০৭০ জন

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২৩ ২১:১৪ | আপডেট: ২৪ আগস্ট ২০২৩ ০০:৫৯

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার, ২২ আগস্ট থেকে ২৩ আগস্ট, বুধবার সকাল ৮টা পর্যন্ত) দেশের বিভিন্ন হাসপাতালে দুই হাজার ৭০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৫৭ জন। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ২১৩ জন।

এ নিয়ে এখন পর্যন্ত দেশে এক লাখ ছয় হাজার ৪২৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি নিয়েছেন। শুধুমাত্র আগস্ট মাসেই ৫৪ হাজার ৫৯৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

এছাড়া বিগত ২৪ ঘণ্টায় আরও ১৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। চলতি মৌসুমে এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন ৫০৬ জন।

বুধবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ৫১ হাজার ২৭ জন এবং ঢাকা মহানগরীর বাইরের হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন ৫৫ হাজার ৪০২ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট সাত হাজার ৮২৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে তিন হাজার ৫৮০ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে চার হাজার ২৪৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৮ হাজার ৯৮ জন। এর মাঝে ঢাকায় ৪৭ হাজার ৫৩ এবং ঢাকার বাইরে ৫১ হাজার ২৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/এমও

টপ নিউজ ডেঙ্গুতে মৃত্যু

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর