Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত নির্বাচনের আগে-পরে সহিংসতা দেখতে চায় না: জি এম কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২৩ ২০:৩৯ | আপডেট: ২৪ আগস্ট ২০২৩ ০০:৫৯

ফাইল ছবি

ঢাকা: তিন দিনের ভারত সফরে দেশটির সরকারের ‘গুরুত্বপূর্ণ’ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। এসব বৈঠকের আলোচনার পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন, ভারত সরকার বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে-পরে কোনো সহিংসতা দেখতে চায় না। ভারত সরকার একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায়।

ভারত সরকারের আমন্ত্রণে দেশটিতে তিন দিনের সফর শেষে মঙ্গলবার (২৩ আগস্ট) দেশে ফিরেছেন জি এম কাদের। সন্ধ্যায় ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, ভারত সরকার বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। নির্বাচনের আগে ও পরে তারা কোনো সহিংসতা দেখতে চায় না। তারা চায়, নির্বাচন যেন সঠিক সময়ে এবং সুন্দর ও সুষ্ঠুভাবে হয়, নির্বাচনের আগে ও পরে জনগণের জানমালের ক্ষতি যেন না হয়। আমরা সবাই মিলে যেন ওই ধরনের পরিবেশ তৈরি করি।

ভারত সফরে কাদের সঙ্গে বৈঠক হয়েছে এবং কী আলোচনা হয়েছে- এ বিষয়ে প্রশ্নের জবাবে জাতীয় পার্টির এই নেতা বলেন, ভারত সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক হয়েছে, বিস্তারিত আলোচনা হয়েছে। সে বিষয়ে ভারতের অনুমতি ছাড়া কোনো কথা বলব না। তারা যদি প্রকাশ করতে চায়, তা তারা করবে। আমি অনুমতি ছাড়া কিছুই প্রকাশ করব না। তবে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

নির্বাচন নিয়ে জাতীয় পার্টির অবস্থান জানতে চাইলে জি এম কাদের বলেন, আমরা নির্বাচন বর্জনের কথা কখনো বলিনি। তবে আমরা পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেব।

বিভিন্ন দলের মতদ্বৈততা প্রসঙ্গে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে গোলাম মোহাম্মদ কাদের বলেন, এ বিষয় ভারতের বক্তব্য হচ্ছে, এগুলো বাংলাদেশের নিজস্ব ব্যাপার। ভারত চায় আমরা যেন আলোচনার মাধ্যমে সংকটের সমাধান করি। তারা বলেছে, জাতীয় পার্টির গ্রহণযোগ্যতা আছে। তাই সবার সঙ্গে আলোচনার মাধ্যমে একটি সুন্দর নির্বাচন করতে পারলে তারা খুশি হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/টিআর

জি এম কাদের টপ নিউজ সহিংসতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর