Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণমিছিলের অনুমতি চেয়ে ডিএমপিতে বিএনপির চিঠি

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২৩ ১৯:২৬ | আপডেট: ২৩ আগস্ট ২০২৩ ২১:১৯

ঢাকা: সরকার পতনের এক দফা দাবিতে আগামী ২৫ আগস্ট (শুক্রবার) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। তবে বুধবার (২৩ আগস্ট) গণমিছিলের অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে চিঠি দিয়েছে দলটি।

ঢাকা মহানগর উত্তর বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত এ বি এম এ রাজ্জাক এবং দক্ষিণের দফতর সম্পাদক সাইদুর রহমান মিন্টু পৃথক চিঠি দিয়েছেন। চিঠিতে পতাকা মিছিলের পরিবর্তে গণমিছিল উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে শুক্রবার (২৫ আগস্ট) বিকেল ৩টায় শ্যামলী স্কয়ার-রিংরোড-শিয়া মসজিদ- তাজমহল রোড- নুরজাহান রোড- মোহাম্মদপুর বাসস্ট্যান্ড হয়ে বছিলা চৌরাস্তায় গিয়ে মিছিল শেষ হবে।

অন্যদিকে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি একই সময়ে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু করবে। আরামবাগ- মতিঝিল শাপলা চত্বর- ইত্তেফাক মোড়- রাজধানী মার্কেট মোড় হয়ে নারিন্দা গিয়ে শেষ হবে মিছিল।

এর আগে মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে-শুক্রবার (২৫ আগস্ট) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে কালো পতাকা গণমিছিল। ২৬ আগস্ট শনিবার দেশের সব মহানগরে কালো পতাকা গণমিছিল কর্মসূচি পালন করা হবে।

ডিএমপি সূত্র জানিয়েছে, আবেদন গ্রহণ করা হয়েছে। গোয়েন্দা তথ্য বিচার বিশ্লেষণ করে অনুমতির বিষয়টি বিবেচনা করা হবে।

সারাবাংলা/ইউজে/এনইউ

গণমিছিল চিঠি ডিএমপি বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর