Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিকাশ পেমেন্টে ৯ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক

সারাবাংলা ডেস্ক
২৩ আগস্ট ২০২৩ ১৩:৩২ | আপডেট: ২৩ আগস্ট ২০২৩ ১৩:৩৩

ঢাকা: পছন্দের লাইফস্টাইল ব্র্যান্ডশপে কেনাকাটার আনন্দ আরও বাড়িয়ে দিতে বিকাশ নিয়ে এলো আকর্ষণীয় ক্যাশব্যাক অফার। এই অফারের আওতায় নয়টি পছন্দের ব্র্যান্ডশপ- সেইলর, ক্যাটস আই, মনসুন রেইন, কালার রোজ, কান্ট্রি বয়, শৈশব ফ্যাশন, ইউ-টার্ন ফ্যাশন এক্সপ্রেস, স্মার্টেক্স এবং ফ্রিজোন –এ কেনাকাটায় বিকাশ পেমেন্টে সর্বোচ্চ ৯ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক নিতে পারবেন গ্রাহকরা।

এসব ব্র্যান্ডের প্রতিটিতে এক হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা ক্যাশব্যাক থাকছে পোশাকসহ লাইফস্টাইল পণ্য বিকাশ পেমেন্টে কেনার ওপর। ক্যাশব্যাক অফারটি চলবে আগামী ৩০ সেপ্টম্বর পর্যন্ত।

বিজ্ঞাপন

এ নয়টি ব্র্যান্ডের সাতটিতে– সেইলর, ক্যাটস আই, কালার রোজ, মনসুন রেইন, স্মার্টেক্স, শৈশব ফ্যাশন এবং ইউ-টার্ন ফ্যাশন এক্সপ্রেস– প্রতিদিন সর্বোচ্চ ৩০০ টাকা করে ক্যাম্পেইন চলাকালে মোট এক হাজার টাকা ক্যাশব্যাক পাওয়ার সুযোগ থাকছে গ্রাহকদের জন্য। এছাড়া ফ্রিজোন এবং কান্ট্রি বয়-এ প্রতিদিন সর্বোচ্চ ২০০ টাকা করে ক্যাম্পেইন চলাকালে মোট এক হাজার টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।

বিকাশ অ্যাপ অথবা ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করে অথবা পেমেন্ট গেটওয়ে (চেকআউট পেমেন্ট) ব্যবহার করে গ্রাহকরা এই ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

ক্যাশব্যাক সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই লিংকে https://www.bkash.com/page/top-stores-offer

সারাবাংলা/ইআ

বিকাশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর