Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটি কলেজের সংকট নিরসনের দাবিতে ২ সংগঠনের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২৩ ১৮:১৮ | আপডেট: ২২ আগস্ট ২০২৩ ২৩:১৫

রাঙ্গামাটি সরকারি কলেজের নানা সংকট নিরসনের দাবিতে মানববন্ধন। ছবি: সারাবাংলা

রাঙ্গামাটি: রাঙ্গামাটি সরকারি কলেজে শিক্ষকসংকটসহ পরিবহন, হোস্টেল ও নানা সমস্যা নিরসনের দাবিতে মানববন্ধন করেছে দুই সংগঠন। মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যমান এসব সংকটের কারণে শিক্ষার্থীরা শিক্ষার উপযুক্ত পরিবেশ থেকে বঞ্চিত হচ্ছে। তারা অবিলম্বে এসব সমস্যা নিরসনের দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (২২ আগস্ট) রাঙ্গামাটি সরকারি কলেজের প্রধান ফটকের সামনে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশন কলেজ শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষকসংকটের কারণে রাঙ্গামাটি সরকারি কলেজে নিয়মিত ক্লাস হচ্ছে না। যথাযথ ক্লাস না হওয়ায় শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফলের মান যথাযথভাবে উন্নতি হচ্ছে না। কলেজের অন্য বিভাগের বা অন্য বর্ষের শিক্ষার্থীদের যদি পরীক্ষা হয়, তাহলে ক্লাস বন্ধ রাখতে হয়।

তারা আরও বলেন, মানসম্মত শ্রেণিকক্ষের ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীরা শ্রেণিপাঠে মনোনিবেশ করতে পারছেন না। তারা কলেজের বিভিন্ন খাতের ’নাজেহাল অবস্থা’ দ্রুত নিরসনের জোর দাবি জানান।

মানববন্ধনে কলেজ শাখা পিসিপির সাধারণ সম্পাদক সুনীতি বিকাশ চাকমার সঞ্চালনা ও সুমন চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন পিসিপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক থোয়াইক্যজাই চাক, রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক টিকেল চাকমা, কলেজ শাখার সহসভাপতি অমরজ্যোতি চাকমা, হিল উইমেন্স ফেডারেশন রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক সোনারিতা চাকমা, কলেজ শাখার সহসভাপতি কবিতা চাকমা, শিক্ষার্থী কুর্নিকোভা চাকমা, প্রেনঙি ম্রো, উমংসিং মারমা ও বাচিং মারমা প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

রাঙ্গামাটি রাঙ্গামাটি সরকারি কলেজ

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর