Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘যখন খুনের রাজনীতি শুরু তখন বিএনপির জন্মই হয়নি’

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২৩ ২০:২৯

ঢাকা: দেশে যখন খুনের রাজনীতি শুরু তখন বিএনপির জন্ম হয়নি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের মুক্তির দাবিতে এ প্রতিবাদ সমাবেশ আয়োজন করে মতিঝিল, পল্টন, শাহবাগ, রমনা ও শাহজাহানপুর থানা বিএনপি।

মির্জা আব্বাস বলেন, ‘আজ আওয়ামী লীগের নেতারা বলছেন, বিএনপি খুনের রাজনীতি শুরু করেছে। দেশে যখন খুনের রাজনীতি শুরু হয়, তখন তো বিএনপির জন্মই হয়নি। খুনের রাজনীতি দেখেছি ৭৪-৭৫ সালে। শাহজাহানপুরে আমার সামনে মুক্তিযোদ্ধা আবুল হোসেনকে ধরে নিয়ে যায় এসপি মাহবুব, সার্জেন্ট কুদ্দুস, সার্জেন্ট কিবরিয়া। এদের টিম লিডার ছিল এসপি মাহবুব। আবুল হোসেনকে আর পাওয়া যায়নি। সে ঘটনার সাক্ষী হিসেবে এখনও আমি বেঁচে আছি।’

তিনি বলেন, ‘বিএনপি কখনও খুনের রাজনীতি করে নাই। বরং শহিদ জিয়া ও খালেদা জিয়ার শাসনামলে দেশ অনেক ভালো অবস্থানে গিয়েছিল। এদেশ তখন বিশ্বের কাছে ইমাজিন টাইগার হিসেবে চিহ্নিত হয়েছিল। চোর-বাটপার ছিল না। আজ সেই বাংলাদেশকে বলা হচ্ছে লুটেরাদের রাষ্ট্র।’

মির্জা আব্বাস বলেন, ‘মাঝখানে কয়েকদিন নেতা-কর্মীদের ওপর অন্যায়, অবিচার, জেল-জুলুম বন্ধ ছিল। কী কারণে বন্ধ ছিল, তা জানি না। এখন আবার শুরু হয়েছে। জীবিত গ্রেফতার হচ্ছে, আর লাশ হয়ে বের হচ্ছে। আমাদের কর্মী আবুল বাসার, ইদ্রিস মন্ডলকে পিটিয়ে মেরে ফেলা হলো। আর লম্বা লম্বা কথা বলেন। আমরা খুনের রাজনীতি করি না। খুনের রাজনীতি আপনারা শুরু করেছেন।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘নতুন প্রক্রিয়া শুরু হয়েছে। কিছুদিন যাবত সরকারি কর্মকর্তাদের বক্তব্যে মনে হচ্ছে, তারা প্রজাতন্ত্রের কর্মচারী নন, আওয়ামী লীগের চাকর-বাকর। তারা ফরমায়েশি কথা বলছেন। ফরমায়েশি রায় দিচ্ছেন। বিএনপির নেতা-কর্মীরা জেল-মৃত্যুকে ভয় পায় না। সারাদেশে পোশাকি সন্ত্রাস চলছে। জনগণের টাকায় বেতন নিয়ে জনগণের ওপরেই অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে।’

মির্জা আব্বাস বলেন, ‘গতকাল দেখলাম তারেক রহমানের নামে তথাকথিত বিশিষ্টজনেরা নানারকম কথা বলছেন। আসলে তাদের কোনো পরিচয় নেই। এরা আওয়ামী লীগার। কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না। যারা ভদ্র তারা এ দল করতে পারে না, চলে আসতে বাধ্য হয়।’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নয়াপল্টন বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিজয়নগর মোড় ঘুরে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

সারাবাংলা/এজেড/পিটিএম

খুনের রাজনীতি টপ নিউজ বিএনপি মির্জা আব্বাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর