Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিজ্ঞানের মাধ্যমে মানুষের জীবন পরিবর্তন হচ্ছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২৩ ১৯:২৯

স্থপতি ইয়াফেস ওসমান, ছবি: সারাবাংলা

রাজশাহী: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, ‘বাংলাদেশের যে পরিবর্তন হয়েছে প্রত্যেকটাই বিজ্ঞানের পথ ধরে। অর্থাৎ বিজ্ঞানের মাধ্যমে মানুষের জীবনের ব্যাপক পরিবর্তন হয়েছে। সৌভাগ্যক্রমে বিজ্ঞান মন্ত্রণালয় থেকে ডিজিটাল বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে।’

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে নগরীর চিড়িয়াখানায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের নির্মাণকাজ পরিদর্শনকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

স্থপতি ইয়াফেস ওসমান বলেন, ‘এক সময় মানুষ ডিজিটাল বাংলাদেশ কী তা বুঝত না, সবাই ঠাট্টা করত। সেই ডিজিটাল বাংলাদেশ নিয়ে এখন আর কেউ ঠাট্টা করে না। কারণ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভিশন-২০২১ ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ আর কল্পনা নয়, শেখ হাসিনার ভিশন-২১ নিছক কোনো গল্প না। সেই পর্যায়ে দেশ চলে গেছে। বিজ্ঞানীদের সামনে এখন নতুন জিনিস এসে দাঁড়িয়েছে সেটি হলো এখন বাংলাদেশকে চতুর্থ শিল্প বিপ্লবের যুগে নিয়ে যাওয়া।’

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বলেন, ‘রাজশাহী একটি শিক্ষানগরী। এই নগরীতে অনেকেই আসে শুধু শিক্ষা লাভ করতে। প্রতিটি শিক্ষার্থীকে হতে হবে বিজ্ঞানমনস্ক। আর এই বিজ্ঞানমনস্ক শিক্ষার্থী গড়ে তুলতে নভোথিয়েটার সহায়তা করবে।’

তিনি বলেন, ‘ঢাকার পরে বিভাগীয় শহরে এটিই প্রথম নভোথিয়েটার। রাজশাহী একটি শিক্ষানগরী এবং প্রকৃষ্ট জায়গা বলেই ঢাকার বাইরে আমরা রাজশাহীকে নভোথিয়েটার নির্মাণের স্থান নির্ধারণ করেছি। এখানে নভোথিয়েটার অত্যন্ত প্রয়োজন। এটা আরও আগে হওয়া উচিত ছিল। উত্তরাঞ্চলের জনগণের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসার ঘটাতে রাজশাহীতে নভোথিয়েটার স্থাপনের উদ্যোগ গ্রহণ করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। যার কাজ এখন প্রায় শেষের দিকে। যেকোনো সময় আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘শিক্ষা কোনো ব্যবসার জায়গা নয়। নভোথিয়েটারের দায়িত্ব কোনো ব্যবসায়ীকে দেওয়া হবে না। সার্বিক পরিবর্তনের জন্য শিক্ষা। শিক্ষার জন্য যদি ব্যয় করেন তবে ফেরত পাবেন অনেক বেশি। নভোথিয়েটারের মূল লক্ষ্য হলো আধুনিক মানুষ তৈরি করা। নভোথিয়েটার রাজশাহীর সম্পদ- এটা রক্ষণাবেক্ষণ আপনাদের দায়িত্ব। ভবিষ্যতের জন্য বলবো এখানে যারা শিক্ষা নিতে আসে, বিজ্ঞানে পড়ে তাদের জন্য একটা বড় সুযোগ তৈরি হলো।’

রাজশাহীতে নভোথিয়েটার স্থাপনে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের অবদান অনেক বেশি বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় জেলা প্রশাসক শামীম আহম্মেদ, নভোথিয়েটার ও গণপূর্ত বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমই/এনএস

ইয়াফেস ওসমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় রাজশাহী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর