সারাবাংলা’র সেতুর বাবা স্মৃতি রঞ্জন’র পরলোকগমন
২২ আগস্ট ২০২৩ ১৯:০৭ | আপডেট: ২২ আগস্ট ২০২৩ ২০:২০
ঢাকা: সারাবাংলা ডটনেটের ভিজ্যুয়াল করেসপন্ডেন্ট সেতু পোদ্দারের বাবা স্মৃতি রঞ্জন পোদ্দার হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেছেন।
মঙ্গলবার (২২ আগস্ট) বিকেল ৪টা ৫০ মিনিটে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
স্মৃতি রঞ্জন পোদ্দার দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি দেশের বাইরে ভারতেও চিকিৎসা নিয়েছেন তিনি। সর্বশেষ রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে সোমবার (২১ আগস্ট) ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পুরান ঢাকার তাঁতিবাজারের বাসিন্দা স্মৃতি রঞ্জন পেশায় ছিলেন ব্যবসায়ী। মুন্সিগঞ্জের নগর কসবায় গ্রামের বাড়িতে মৃতের সৎকার অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, এক নাতি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সারাবাংলা/আরএফ/ইএইচটি/পিটিএম