Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৮ কেজি সোনাসহ গ্রেফতার বিমান কর্মকর্তা রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২৩ ১৯:০১

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৮ কেজি সোনার বারসহ গ্রেফতার বিমান কর্মকর্তা শফিকুল ইসলামকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২২ আগস্ট) মামলাটির তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার ইন্সপেক্টর খোরশেদ আলম আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত এই রিমান্ডের আদেশ দেন।

বিজ্ঞাপন

এর আগে, শফিকুল ইসলামের পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধীতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার ৫ দিনের রিমান্ডের আদেশ দেন।

গত ২০ আগস্ট রাত ১০টায় বিমানবন্দরের হ্যাংগারের সামনে থেকে তাকে আটক করে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এসময় তার কোমরে লুকানো অবস্থায় ৬৮টি গোল্ডবার পাওয়া যায়, যার ওজন সাত কেজি ৮৮৮ গ্রাম।

জানা যায়, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিমানবন্দরের এপ্রোন সাইডে নজরদারি করছিল এপিবিএন’র সাদা পোশাকে গোয়েন্দা দল। গত ২১ আগস্ট সন্ধ্যা ৭টায় বাংলাদেশ বিমানের কুয়ালালামপুর থেকে ছেড়ে আসা ফ্লাইট বিজি ৩৮৩ ঢাকায় অবতরণ করে। সকল কার্যক্রম শেষে বিমানটি রাত সাড়ে ৯টার দিকে হ্যাংগারে নিয়ে যাওয়া হয় এবং হ্যাংগারের সামনে পার্ক করে রাখা হয়।

বিমানের টেকনিশিয়ান, ক্লিনার এবং অন্যান্য স্টাফরা তাদের কাজ শেষ করে একে একে বিমান ত্যাগ করলেও বিমানটির দিকে নজর রাখছিল এপিবিএন। বিমানের সকল কার্যক্রম শেষ হওয়ার পর রাত ১০টায় যখন বিমানে আর কেউ ছিল না, তখন খুবই দ্রুততার সঙ্গে বিমানের এয়ারক্রাফট মেকানিক অভিযুক্ত শফিকুল ইসলামকে বোয়িং ৭৭৭ মডেলের এই উড়োজাহাজে উঠতে দেখা যায়। তার চলাচলের ধরন এবং মুভমেন্ট দেখে সন্দেহ হয় এয়ারপোর্ট এপিবিএনের গোয়েন্দা দলের। কিছুক্ষণের মধ্যেই যখন তিনি নেমে আসেন এবং দ্রুততার সঙ্গে স্থান ত্যাগের চেষ্টা করেন, তখন তাকে আটক করা হয়। আটকের পর তাকে হ্যাংগারের সামনেই বিভিন্ন এজেন্সির উপস্থিতিতে তল্লাশি করা হয়। এসময় তার কাছে উল্লেখিত ৬৮টি সোনার বার পাওয়া যায়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/এনএস

সোনার বার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর