Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উড়াল সড়কে প্রাণ গেল বাইক আরোহী ২ শিক্ষার্থীর

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২৩ ০১:২১

দুর্ঘটনাস্থলে নিহত মো. আল ইমরান ইফতি। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে উড়াল সড়কে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই তরুণ-তরুণী নিহত হয়েছেন। সোমবার (২১ আগস্ট) রাতে নগরীর লালখানবাজার-মুরাদপুর (আক্তারুজ্জামান) ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

দুর্ঘটনায় নিহত মো. আল ইমরান ইফতি নগরীর পূর্ব মাদারবাড়ি দারোগাহাট রোডের বাসিন্দা ইউনুস মোল্লার ছেলে এবং নাহিদা সুলতানা কক্সবাজারের চকরিয়া উপজেলার গোয়াখালীর বাসিন্দা রাসেল চৌধুরীর মেয়ে। তারা আলাদা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং পরস্পর বন্ধু বলে জানা গেছে।

বিজ্ঞাপন

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা সারাবাংলাকে জানান, ফ্লাইওভারের ওয়াসা-জিইসি অংশের মধ্যে দ্রুতগতির মোটরসাইকেল ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী তরুণ-তরুণী মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে সরকারি সিটি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক আশীষ সরকার নয়ন সারাবাংলাকে জানান, নিহত আল ইমরান স্নাতক পাস কোর্সের প্রথম বর্ষের শিক্ষার্থী। এ ছাড়া সিটি কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা শোক জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব পোস্ট দিচ্ছেন, তাতে আল ইমরানকে সংগঠনটির আহ্বায়ক কমিটির সদস্য উল্লেখ করা হয়েছে।

ইমরানের সহপাঠীদের বরাত দিয়ে আশীষ সরকার নয়ন জানান, নিহত নাহিদা নগরীর হালিশহরের মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা শেষ বর্ষের ছাত্রী। ইমরান ও নাহিদা পরস্পরের বন্ধু। তারা ফেসবুকভিত্তিক ‘বাইকার ফ্রেন্ডস’ গ্রুপেরও সদস্য বলে জানা গেছে।

বিজ্ঞাপন

ওসি সন্তোষ কুমার চাকমা জানিয়েছেন, নিহতদের লাশ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনদের কাছ থেকে তাদের বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

সারাবাংলা/আরডি/টিআর

টপ নিউজ সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর