Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৩ ১২:০৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২১ আগস্ট) সকালে সদরঘাটের পূর্ব মাদারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. শাকিল (২০) ভোলার মোতালেব মিয়ার ছেলে। পরিবার নিয়ে তিনি চট্টগ্রাম শহরে থাকতেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুর উল্লাহ আশেক সারাবাংলাকে বলেন, ‘নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে সকালে এক আহত শ্রমিককে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে তাকে কর্তব্যরত ডাক্তার ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

নিহত শাকিলের সহকর্মী নূর আজিম সারাবাংলাকে বলেন, ‘আমি পাঁচতলায় কাজ করছিলাম। শাকিল চার তলায়। পরে আওয়াজ শুনে নিচে তাকিয়ে দেখি সে পড়ে গেছে। আমি তাড়াতাড়ি নিচে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় সিএনজিতে তুলে হাসপাতালে নিয়ে আসি। ডাক্তার তাকে যখন অক্সিজেন দিচ্ছিল তখনও তার শ্বাস-প্রশ্বাস চলছিলো। কিছুক্ষণ পরেই সে মারা যায়।’

সারাবাংলা/আইসি/এমও

চট্টগ্রাম মেডিকেল কলেজ নির্মাণাধীন ভবন শ্রমিকের মৃত্যু

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর