Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১১ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৩ ১১:১১

ময়মনসিংহ: প্রায় ১১ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ময়মনসিংহের ফাতেমা নগর স্টেশনসংলগ্ন এলাকায় আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ হয়েছিল।

সারারাত বন্ধ থাকার পর সোমবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রোববার রাত নয়টার দিকে ময়মনসিংহের ত্রিশালের ফাতেমা নগর স্টেশনসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ময়মনসিংহ রেলওয়ে জংশনের স্টেশন সুপার এস এম নাজমুল হক খান বলেন, ‘জামালপুর থেকে ছেড়ে আসা আন্তঃনগর অগ্নিবীনা ট্রেনটি ময়মনসিংহ স্টেশন থেকে ঢাকার উদ্দেশে রাতে ছেড়ে যায়, ত্রিশালের ফাতেমা নগর স্টেশন যাওয়ার পথে কিছদূর এগোতেই রাত ৯টার দিকে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ জংশনে আন্তঃনগর ব্র‏হ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে।’

ময়মনসিংহ লোকোসেডের ইনচার্জ মো. আলাউদ্দিন বলেন, ‘দুর্ঘটনার পর রাত পৌনে ১২টার দিকে সাতটি বগি নিয়ে ট্রেনের একটি অংশ ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এছাড়া লাইনচ্যুত হওয়া তিনটি বগি উদ্ধারের পর ট্রেনের বাকি ৬ বগি ভোর ৫টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।’

এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সারাবাংলা/এমও

টপ নিউজ ট্রেন চলাচল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর