Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিচারক এজলাসে লিখলেন, হাত জোড় করে দাঁড়াবেন না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৩ ২৩:১২ | আপডেট: ২০ আগস্ট ২০২৩ ২৩:৩৭

মুন্সীগঞ্জ: বিচারক তার এজলাসে বিচার প্রার্থীদের জন্য লিখছেন ‘হাত জোড় করে দাঁড়াবেন না স্বাভাবিক থাকুন।’ একইসঙ্গে তিনি আইনজীবীদের উদ্দেশে লিখেছেন ‘অনুগ্রহ করে মাথা নত করে কুর্নিশ করবেন না।’ বিচারকের এই মহতি লেখাটি বিচার প্রার্থী ও মুন্সীগঞ্জ জেলা আইনজীবীদের মধ্যে সাড়া ফেলেছে।

মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান গত ১৬ আগস্ট বুধবার এ কথাগুলো লিখে তার সেরেস্তায় লাগিয়ে দেন।  বৃহস্পতিবার মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির সদস্য ও আদালতে আসা বিচারপ্রার্থীদের দৃষ্টিগোচর হয়। এ কথাগুলো ব্যাপক সাড়া ফেলে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমেও  এই লেখা ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তার ফেসবুকে পেইজে লিখেন, আজ মুন্সীগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান-এর আদালতে দুটি লেখা চোখে পড়ল। তার উন্নত চিন্তার বহিঃপ্রকাশ আমাকে বিমুগ্ধ করেছে। আড়াইশ বছরের ব্রিটিশ উপনিবেশিক সামন্তবাদী প্রথা তিনি তার আদালতে ভেঙে দিলেন।

মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী কাজী নজরুল ইসলাম অসীম বলেন, ‘বিচারকের এমন মহতি লেখা আমার ভালো লেগেছে। আমি তাকে সাধুবাদ জানাই।’

মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লা বলেন, ‘বিচারক যে কথাগুলো আদালতে লিখেছেন তা খুবই গুরুত্বপূর্ণ। বিচারকের এই মহতি কথাগুলোতে আমি সন্তুষ্ট।’

মুন্সীগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক জামাল উদ্দিন বলেন, ‘বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয় যেই উক্তি লিখেছেন তা একজন বিচারপ্রার্থীর জন্য ইতিবাচক। এতে বিচারকদের প্রতি সম্মান আরও বৃদ্ধি পাবে বলে মনে করি।’

বিজ্ঞাপন

আদালতের বেঞ্চ সহকারী মো. সুমন ভূইয়া বলেন, “কেউ হাতজোড় করে দাঁড়ালে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট হাত নামিয়ে দেন। তিনি বলেন, ‘একজন বিচার প্রার্থী আমার কাছে এসে বিচারের জন্য মাথা নত কেন করবে? স্যারের এই লেখা আমি সেরেস্তায় লাগিয়ে দিয়েছি।”

সারাবাংলা/একে

বিচারক মুন্সীগঞ্জ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর