Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভারতের শুল্ক আরোপ পেঁয়াজের দামে প্রভাব ফেলবে না’

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৩ ২০:২৩ | আপডেট: ২১ আগস্ট ২০২৩ ০৮:৫৮

ঢাকা: ভারত শুল্ক আরোপ করলেও দেশে পেঁয়াজের দামে তেমন কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

রোববার (২০ আগস্ট) বিকেলে রাজধানীর ফার্মগেটে তুলা উন্নয়ন বোর্ড (সিডিবি) মিলনায়তনে তুলার জাত অবমুক্তকরণ অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন। এদিন দেশে প্রথমবারের মতো বিটি তুলার দু’টি জাত অবমুক্ত করা হয়।

কৃষিমন্ত্রী বলেন, ‘আমরা এখন পর্যন্ত ১৩ লাখ টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছি, দেশে এসেছে মাত্র তিন লাখ টন। এর অর্থ হলো দেশেও পেঁয়াজ আছে। মাঠ পর্যায়েও খোঁজ নিয়ে দেখা গেছে, দেশের কৃষকদের কাছে এখনো তুলনামূলকভাবে পেঁয়াজের মজুদ আছে। কাজেই, ভারত পেঁয়াজ রফতানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করলেও দেশে পেঁয়াজের দামে তেমন প্রভাব পড়বে না। শুল্ক আরোপের ঘোষণায় এখন দাম কিছুটা বাড়লেও কয়েক দিন পর কমে আসবে।’

তুরস্ক, মিশর ও চীন থেকেও পেঁয়াজ আমদানির চেষ্টা করা হবে বলে জানান কৃষিমন্ত্রী।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

পেঁয়াজ ভারত শুল্ক আরোপ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর