রাশিয়ার ৪ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলা
২০ আগস্ট ২০২৩ ১৯:৪৩ | আপডেট: ২১ আগস্ট ২০২৩ ০০:৩২
ঢাকা: রাশিয়ার চারটি অঞ্চলে রোববার (২০ আগস্ট) পৃথক হামলা চালিয়েছে ইউক্রেনের ড্রোন। এতে পাঁচজন আহত হয়েছেন। হামলার কারণে মস্কোর দুটি বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট উঠানামা বন্ধ করে দেওয়া হয়।
রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির কুরস্ক, রোস্তভ এবং বেলগোরোড অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলা চালায়। এসব অঞ্চল ইউক্রেনের সীমান্তবর্তী। এছাড়া রাশিয়ার রাজধানী মস্কো অঞ্চলেও একটি ইউক্রেনীয় ড্রোন হামলা করে। তবে আকাশপ্রতিরক্ষা ব্যবস্থা এসব বেশিরভাগ ড্রোন ভূপাতিত করে।
রাশিয়ার এভিয়েশন ওয়াচডগ জানিয়েছে, ড্রোন হামলার প্রতিক্রিয়া হিসেবে মস্কোর ভনুকোভো এবং ডোমোদেডোভো বিমানবন্দরে ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়।
কুরস্ক অঞ্চলের গভর্নর জানিয়েছেন, কুরস্ক শহরের রেলওয়ে স্টেশনে একটি ড্রোন আঘাত করলে পাঁচজন আহত হন। ড্রোনের আঘাতে রেলস্টেশন ভবন ক্ষতিগ্রস্ত হয়।
তবে রোববার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেলগোরোড অঞ্চলে দুটি পৃথক ড্রোন হামলা ঠেকানো হয়েছে।
উল্লেখ্য, রাশিয়ার এই প্রদেশে গত কয়েক মাস লাগাতার ড্রোন হামলা করে আসছে ইউক্রেন।
সারাবাংলা/ইআ