Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কোনো কারাবন্দিকে বিদেশে পাঠানো যায় কি না জানা নেই’

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৩ ১৯:১১ | আপডেট: ২০ আগস্ট ২০২৩ ১৯:২৫

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন সময় বিদেশ পাঠানোর দাবি জানিয়ে আসছে বিএনপি। পরারাষ্ট্র মন্ত্রী ড. এ কে মোমেনের কাছে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমার জানা নেই। নিজ দেশের কোনো প্রিজনারকে অন্য দেশে চিকিৎসকার জন্য পাঠানো যায় কি না, এটি আমার জানা নেই। তবে দেশে খালেদা জিয়াকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে।’

রোববার (২০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

ভারতের মেঘালয়ে অবস্থান করা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দীন আহমেদ যে ট্রাভেল পাস পেয়েছেন, তার মেয়াদ সেপ্টেম্বর মাসে শেষ হচ্ছে এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘বাংলাদেশের ইমেগ্রেশন ল আছে, বিধি বিধান আছে সে অনুযায়ী চলবে।

সেপ্টেম্বরে ডেটলাইন পার হয়ে যাবে সে প্রশ্নের জবাবে বলেন, ‘সেটি আমাদের জানা নেই। সময় পার হয়ে গেলে ভারত আমাদের যে অনুরোধ করবে, সে অনুযায়ী আমরা কাজ করব।’

সারাবাংলা/জেআর/একে

খালেদা জিয়া টপ নিউজ বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর