ব্রিকস সম্মেলনে অংশ নিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন প্রধানমন্ত্রী
২০ আগস্ট ২০২৩ ১৮:৪৮ | আপডেট: ২০ আগস্ট ২০২৩ ১৯:২৬
ঢাকা: দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত হতে যাওয়া ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী ২১ আগস্ট দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বিভিন্ন রাষ্ট্র প্রধান ও সরকার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন তিনি। পররাষ্ট্র মন্ত্রী এ কে মোমেন বলেছেন, প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও দক্ষিন আফ্রিকার মধ্যে সম্পর্ক দৃঢ় হবে এবং ব্যবসা বাণিজ্যের প্রসার হবে।
রোববার (২০ আগস্ট) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ সব তথ্য তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী জোহানেসবার্গে অবস্থানকালীন সময়ে অনেক রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী সাক্ষাৎ করবেন। সেখানে ভারত, ব্রাজিলও থাকবে। অনেকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ব্রিকস্ এ মুহূর্তে নতুন সদস্য তৈরি করবে কীনা জানি না। তবে আমরা এরই মধ্যে ব্রিকসের ব্যাংকে জয়েন করেছি, সেখান থেকে আমরা কয়েকটি প্রকল্পে অর্থ সহায়তা পেয়েছি।’
তিনি বলেন, ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসজিডি) জন্য অনেক সহযোগিতা দরকার। সহযোগী পার্টনারদের বলা হলেও তা পাওয়া যায়নি। ব্রিকসে যোগ দিতে পারলে এমন সুবিধাগুলো পাওয়া যেতে পারে। সদস্য হতে পারলে উইন উইন সুবিধা মিলবে।’
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে দক্ষিণ আফ্রিকার ব্যবসার প্রসারও ঘটাতে চায় সরকার জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘আফ্রিকাতে আমাদের সম্পর্ক আরও বাড়াতে চাই। যা ব্রিকসের মাধ্যমে যেতে সুবিধা হবে। আমাদের সুবিধার সুযোগ রয়েছে আফ্রিকায়। বিশেষ করে ব্যবসা-বাণিজ্যে। আমাদের বিশ্বাস এতে করে আমাদের সম্পর্কে উন্নতি ঘটবে, ব্যবসার প্রসার ঘটবে।’
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যান্য দেশের রাষ্ট্র প্রধান ও সরকার প্রধানদের সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গেছে। সে প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দ্বিপাক্ষিক বৈঠক করার কথাও রয়েছে। আমরা অনেক রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে এ বিষয়ে যোগাযোগও করেছি। তবে এখনও সে সব চূড়ান্ত হয়নি। সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদির সঙ্গে দেখা করার সুযোগ রয়েছে, সেহেতু তার সঙ্গেও দেখা হবে।’
সম্প্রতি বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে কথপোকথন নিয়ে আনন্দবাজার পত্রিকায় যে সংবাদ প্রকাশ হয়েছে সে প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ‘ভারত সরকার অত্যন্ত পরিপক্ক সরকার এবং গণতান্ত্রিক সরকার। তারা যেটি ভালো মনে করেন সেটিই করবেন। তাদের নিজেদের জন্য অন্যান্য আঞ্চলিক শান্তি শৃঙ্খলার জন্য কিছু যদি বলে থাকেন তাহলে তা ইতিবাচক কিছু হবে।’
পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, এবার প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর সংখ্যা সীমিত। সরকারিভাবে মোট ১৪ জন প্রধানমন্ত্রীর সঙ্গী হবেন। এ ছাড়া এমনিতে বাইরের কিছু প্রতিষ্ঠান যেমন বিডা ও ব্যবসায়ীক প্রতিনিধিরা যাবেন। সে সংখ্যা আমরা জানি না। কারণ আমাদের বিনিয়োগ বাণিজ্য বাড়ানোর একটা উদ্দেশ্য রয়েছে। সে জন্য কিছু ব্যবসায়ী যাবেন।
উল্লেখ্য, আগামী ২২ থেকে ২৪ আগস্ট দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে পশ্চিমা দেশগুলোর বাইরের দেশগুলোর জোট ব্রিকস শীর্ষ সম্মেলন। সম্মেলনের অন্যমত আলোচ্য বিষয় মার্কিন ডলার কেন্দ্রিক বিশ্ব বাণিজ্য ব্যবস্থার বিপরীতে একটি সাধারণ মুদ্রা চালু করা।
সরকার বলছে ব্রিকস একটি অর্থনৈতিক জোট। বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিন আফ্রিকা সমন্বয়ের গঠিত এই ফোরামের মাধ্যমে অর্থনৈতিক ও উন্নয়ের সুবিধা মাথায় রেখেই ব্রিকসে যোগ দিতে চায় বাংলাদেশ।
সারাবাংলা/জেআর/একে