‘ভারত নিজের স্বার্থে যুক্তরাষ্ট্রকে জানিয়েছে’
২০ আগস্ট ২০২৩ ১৫:৩৮ | আপডেট: ২০ আগস্ট ২০২৩ ১৫:৪০
ঢাকা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ভারত নিজের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যুক্তরাষ্ট্রকে জানিয়েছে। নির্বাচন নিয়ে আমাদের কিছু বলেনি, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বলেনি।’
রোববার (২০ আগস্ট) সচিবালয়ে সরকারের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী এ কথা বলেন।
স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বোঝা যাচ্ছে আওয়ামী লীগের পাশে ভারত, আর বিএনপির পাশে যুক্তরাষ্ট্র— এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের নির্বাচন আমাদের অভ্যন্তরীণ বিষয়। এ অঞ্চলকে ঘিরে বিভিন্ন দেশের ভূ-রাজনৈতিক কৌশল রয়েছে। সেখানে যুক্তরাষ্ট্রের যেমন স্বার্থ রয়েছে, তেমনি ভারতেরও। আবার চীনেরও স্বার্থ রয়েছে। থাকাটা স্বাভাবিক।’
তিনি বলেন, ‘এই মুহূর্তে ইকুয়েডরে নির্বাচন হচ্ছে, আর্জেন্টিনায় নির্বাচন হচ্ছে। ২০ থেকে ২২টি দেশে নির্বাচন হতে যাচ্ছে এবছর। ইকুয়েডরে তো নির্বাচনী প্রার্থীকে মেরেই ফেলেছে। এসব নিয়ে তো কেউ কোনো কথা বলছে না। আমাদের দেশ নিয়ে এতো মাথা ব্যাথা কেন আমরা তো বুঝি না।’
সেতুমন্ত্রী আরও বলেন, ‘আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করব। বিশ্বের অন্য দেশে গণতান্ত্রিকভাবে নির্বাচন হয়, আমরা তার বাইরে যাচ্ছি না।’
নির্বাচনকে কেন্দ্র করে আগামী দিনগুলো তো চ্যালেঞ্জের— সাংবাদিকদের এমন মন্তব্যের জবাবে তিনি বলেন, ‘আমরা মনে করি রাজনীতি, রাষ্ট্রীয় ও ব্যক্তিগত জীবনে কোনো চ্যালেঞ্জই অনতিক্রম্য নয়। ইনশাআল্লাহ আমরা অতিক্রম করব।’
সারাবাংলা/জেআর/এনএস