Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবেন ৫ লাখ টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৩ ১৪:০৪ | আপডেট: ২০ আগস্ট ২০২৩ ১৬:১৬

সড়ক দুর্ঘটনা ফাইল ছবি

ঢাকা: দেশে বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার পাঁচ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া আহতদের তিন লাখ টাকা দেওয়া হবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ক্ষতিগ্রস্তদের আবেদনের পরিপ্রেক্ষিতে এই ক্ষতিপূরণের অর্থ দেওয়া হবে।

রোববার (২০ আগস্ট) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সেতুমন্ত্রী এসব তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনের কার্যালয়ে নিরাপদ সড়ক দিবসে (২২ অক্টোবর) আনুষ্ঠানিকতা পালন করা হবে। ওইদিন প্রাথমিক পর্যায়ের চেক বিতরণ করা হবে। আর এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

তিনি আরও বলেন, ‘এটা আমরা ক্ষতিপূরণের ব্যবস্থা করেছি। সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেক পরিবারকে ৫ লাখ টাকা করে দেওয়া হবে। আর যাদের অঙ্গহানি হয়েছে তাদের প্রত্যেককে তিন লাখ টাকা করে সাহায্য দেওয়া হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেন, ‘জানুয়ারি থেকে এটা শুরু হয়েছে। জানুয়ারি থেকে ১৭ আগস্ট পর্যন্ত ২৪৩টি আবেদন পেয়েছি। সাত দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া আছে। সবকিছু ঠিক হলে আমরা ক্ষতিপূরণের চেক রেডি করব।’

এটা অব্যাহত থাকবে কি না— জানতে চাইলে নুর মোহাম্মদ মজুমদার বলেন, ‘এটা অব্যাহত থাকবে। এটা একটা চলমান প্রক্রিয়া।’ এটি কখন থেকে কার্যকর হবে— জানতে চাইলে তিনি বলেন, ‘বিধি কার্যকর হওয়ার পর থেকে এটি কার্যকর হবে।’

আগে যারা নিহত হয়েছেন তাদের ক্ষেত্রে কি হবে— সে বিষয়ে নুর মোহাম্মদ বলেন, ‘আগেরগুলো আমাদের বিষয় নয়। বিধি কার্যকরের আগে তো আমরা যেতে পারছি না।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এনএস

টপ নিউজ সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর