Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত সরকারের আমন্ত্রণে দিল্লিতে জিএম কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৩ ১১:৪৬ | আপডেট: ২০ আগস্ট ২০২৩ ১৪:০৭

ঢাকা: ভারত সরকারের আমন্ত্রণে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) আজ দিল্লি গেছেন। তার সফর সঙ্গী হয়েছেন জাতীয় পার্টির সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও স্ত্রী শরীফা কাদের।

রোববার (২০ আগস্ট) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে দেশটির রাজধানী দিল্লির উদ্দেশে রওনা দেন তিনি। জাতীয় পার্টি দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

সূত্র জানায়, দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে তার এই সফর গুরুত্বপূর্ণ। তিন দিনের এই সফরে ভারতের সরকার প্রধানসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

জাতীয় পার্টি একাধিক নেতা জানিয়েছেন, জিএম কাদের ভারত সফর শেষে দেশে ফিরে আগামী জাতীয় নির্বাচনে দলটির করণীয় সম্পর্কে প্রেসিডিয়ামে বৈঠক ডেকে সিদ্ধান্ত নেবেন।

আরও পড়ুন:

সারাবাংলা/এএইচএইচ/এনএস

গোলাম মোহাম্মদ কাদের জাতীয় পার্টি জিএম কাদের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর