আওয়ামী লীগকে সব ধরনের সহযোগিতা করবেন রওশন এরশাদ
১৯ আগস্ট ২০২৩ ২০:১০ | আপডেট: ২০ আগস্ট ২০২৩ ০৯:৫৮
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ক্ষমতাসীন আওয়ামী লীগকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। জাপা সূত্রে এ তথ্য জানা গেছে।
শনিবার (১৯ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেন রওশন এরশাদ। এ সময় তারা ঘণ্টাব্যাপী আলোচনা করেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী কুশল বিনিময় করেন এবং রওশন এরশাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এ সময় তারা দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন নিয়েও আলোচনা করেন। সংসদীয় গণতন্ত্রে গঠনমূলক ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য জাতীয় পার্টিকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
রওশনপন্থি নেতারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম রওশন এরশাদকে বলেছেন, আগামী অধিবেশন শেষ অধিবেশন হবে। আপনার গঠনমূলক ভুমিকা প্রত্যাশা করি। এ ছাড়া প্রধানমন্ত্রী জাতীয় পার্টির খোঁজ খবর নেন।
জাপা নেতাদের অভিমত, বেগম রওশন এরশাদের কথায় মনে হচ্ছে জাতীয় পার্টিতে দ্বিধা-বিভক্তি থাকছে না। বেগম রওশন এবং জি এম কাদের এক হয়েই জাতীয় নির্বাচনে অংশ নেবে।
এসব প্রসঙ্গে রওশনপন্থি নেতা গোলাম মসীহ বলেন, ‘নির্বাচন সামনে রেখে প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের এই বৈঠক গুরুত্বপূর্ণ। হয়ত পরবর্তী সময়ে আবার দুই নেতার বৈঠক হবে। বৈঠকে দেশের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। রওশন এরশাদ তার পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
এ সময় গোলাম মসীহর কাছে জানতে চাওয়া হয়, আপনারা দলের কাউন্সিল করার কথা বলেছিলেন শিগগিরই কি কাউন্সিল হবে? জবাবে তিনি বলেন, ‘আপাতত কাউন্সিল করার চিন্তাভাবনা নেই।
দুই জাপা এক হচ্ছে এমন গুঞ্জন রয়েছে এ তথ্য কতটুকু সত্য- জবাবে তিনি বলেন, ‘ম্যাডামের কথায় মনে হচ্ছে জাতীয় পার্টিতে দ্বিধা-বিভক্তি থাকছে না। এক হয়েই জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে।
তবে দলটির অপর এক নেতা জানিয়েছেন, কাউন্সিল করার প্রস্তুতি রয়েছে। ম্যাডামের বাইরে জি এম কাদের কোনো পদক্ষেপ নিলে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা আমাদের রয়েছে।
সারাবাংলা/এএইচএইচ/একে