Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আব্দুল মোতালেবের দাফন সম্পন্ন, গোলাম দস্তগীর গাজীর শোক প্রকাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৩ ২২:০৫ | আপডেট: ১৮ আগস্ট ২০২৩ ২২:১০

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল মোতালেব এর লাশ দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) বাদ জুম্মা রূপগ‌ঞ্জ উপজেলার পশ্চিমগাঁও এলাকায় ‌পশ্চিমগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক উপ‌স্থিত ছিলেন।

এ সময় অন্যান্যদের ম‌ধ্যে আরও উপ‌স্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপ‌তি আব্দুল হাই ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহেদ আলী, এনজেড গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নুরুজ্জামান খান, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান তুহিন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আনছার আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ভুঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মেহের, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ অনেকে।

রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল মোতালেব বৃহস্পতিবার রাত ১০টায় ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

সারাবাংলা/একে

গাজী গোলাম দস্তগীর শোক প্রকাশ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর