Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাতিরঝিলে বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় নারী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৩ ১৯:১৭

ঢাকা: রাজধানীর হাতিরঝিলের মাঝে অবস্থিত একটি বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় উঠে পড়েন একজন নারী। প্রায় দুই ঘণ্টা টাওয়ারে অবস্থানের পর ফায়ার সার্ভিস কথা বলে তাকে নিচে নামিয়ে আনে।

শুক্রবার (১৮ আগস্ট) বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। আশপাশের লোকজন ওই নারীকে টাওয়ারে উঠতে দেখে ফায়ার সার্ভিসে ফোন দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হাতিরঝিলের মগবাজার-তেজগাঁও প্রান্তে ওই নারীতে দেখতে প্রচুর লোকসমাগম হয়। ঘটনাস্থলে উপস্থিত অনেকেই নানা কৌশলে ডাকলেও তাতে তিনি কোনো সাড়া দেননি।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম জানান, শুক্রবার বিকেল ৫টার দিকে ৯৯৯-এ খবর পেয়ে তেঁজগাও ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে যায়। ওই টাওয়ার দিয়ে এক লাখ ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। বিদ্যুৎ বিভাগের লোকজনও সেখানে ছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী মধুবাগ ব্রিজ থেকে পশ্চিম দিকে ঝিলপাড়ের বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়েন।

ওই নারীর নাম খুকুমণি। তিনি মানসিক ভারসাম্যহীন। বিকেলে তিনি হঠাৎ টাওয়ারে উঠে যান। পরে ফায়ার সার্ভিসের তেজগাঁও থেকে একটি ইউনিট সেখানে গিয়ে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ওই নারীকে নামিয়ে আনে।

ওই নারীকে স্থানীয় পুলিশ হেফাজতে দিয়েছে ফায়ার সার্ভিস।

সারাবাংলা/ইউজে/একে

টপ নিউজ বিদ্যুতের টাওয়ার হাতিরঝিল

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর