Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রেমিকাকে ভিডিওকলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৩ ১৮:০০

বরিশাল: বরিশালে প্রেমিকাকে ভিডিওকলে রেখে শ্রীরুপ সিকদার (৩৪) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহনন করেছেন। বৃহস্পতিবার (১৭ আগস্ট) দিবাগত রাত পৌনে ৯টার দিকে নগরীর রূপাতলী বাসস্ট্যান্ড সংলগ্ন নুর জাহান মঞ্জিলের ৫ তলায় এ ঘটনা ঘটে। শ্রীরুপ এই বাসায় ভাড়া থাকতেন।

শুক্রবার (১৮ আগস্ট) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রেমঘটিত কারণে আত্মহনন করেছে বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

শ্রীরুপ বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠির বাগদিয়া গ্রামের গকুল সিকদারের ছেলে। তিনি দপদপিয়ার অপসোনিন কোম্পানিতে চাকরি করতেন।

নিহত শ্রীরুপের বন্ধু দিপংকর মিস্ত্রি জানান, সন্ধ্যা ৭টার দিকে অপরিচিত নম্বর থেকে আমার স্ত্রীর কাছে একটি মেয়ে কল করেন। মেয়েটি তার পরিচয় না দিয়ে আমার স্ত্রীকে জানান, শ্রীরুপ ইমোতে তাকে (মেয়েকে) ভিডিওকলে রেখে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করছে। বিষয়টি তাৎক্ষণিক আমার স্ত্রী আমাকে জানালে আমি ঘটনাস্থলে ছুটে যাই। তারপর দরজা বন্ধ দেখে বিষয়টি পুলিশকে জানাই। পরে কোতয়ালি মডেল থানা পুলিশ শ্রীরুপের রুমের দরজা ভেঙে প্রবেশ করে। তখন শ্রীরুপ গলায় ফাঁস দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে থাকা অবস্থায় দেখা যায়।

মরদেহ উদ্ধারকারী বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম জানান, ৯৯৯ এর কলে একজনের আত্মহত্যার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। বাসার ভেতর থেকে দরজা আটকানো থাকায় সেটি ভেঙে ভেতরে প্রবেশ করি। তখন ফ্যানের সঙ্গে ওই যুবকের মরদেহ ঝুলন্ত অবস্থায় আমরা দেখতে পাই। প্রেমঘটিত কারণে এই তরুণ আত্মহত্যা করেছে।

বিজ্ঞাপন

কোতয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারী আত্মহননকারীর স্বজনদের বরাতে জানান, প্রেমিকাকে ভিডিওকলে রেখে আত্মহননের প্রস্তুতি নেয় শ্রীরুপ সিকদার। বিষয়টি বুঝতে পেরে প্রেমিকা শ্রীরুপের এক ভাবিকে ফোন দেয়।

ওসি আনোয়ার হোসেন বলেন, খবর শুনে ঘটনাস্থলে এসে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত বলা যাবে।

সারাবাংলা/একে

আত্মহত্যা বরিশাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর