পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহীর মৃত্যু
১৮ আগস্ট ২০২৩ ১৭:৫০
দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাটে পিকআপ ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ও এক আরোহীসহ দুজন নিহত হয়েছেন।
শুক্রবার (১৮ আগস্ট ) দুপুরে উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের বিরামহীমপুর-গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার জাইতর গ্রামের আফতাব মিয়ার ছেলে আশরাফুল ইসলাম (৪৩), অপরজন পলাশবাড়ী উপজেলা গণকপাড়া গ্রামের মহির মণ্ডলের ছেলে খালেদুল ইসলাম নিহত হয়।
ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানায়, দুপুরে রাণীগঞ্জ বাজার থেকে একটি মোটরসাইকেল যোগে দুজন যুবক ঘোড়াঘাটের দিকে আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে একটি ফাঁকা পিকআপ ভ্যান গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুরের দিকে আসছিল। ট্রাকটি গুচ্ছগ্রাম এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক একজনকে মৃত্যু ঘোষণা করেন। পরে গুরুতর আহত অপরজনও চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে, চালক এবং হেল্পার কে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান থানার ওসি।
সারাবাংলা/একে