Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কমলাপুরে পথ শিশুদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

সারাবাংলা ডেস্ক
১৭ আগস্ট ২০২৩ ২৩:৫১ | আপডেট: ১৮ আগস্ট ২০২৩ ১৬:৫৩

ঢাকা: রাজধানীর কমলাপুরে পথশিশু ও কর্মজীবী শিশুদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। ঢাকা আহ্‌ছানিয়া মিশন পরিচালিত অধিকার স্ট্রিট অ্যান্ড ওয়ার্কিং চিলড্রেন আউটরিচ প্রজেক্টের উদ্যোগে এই আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৭ আগস্ট), অধিকার বেইজ অফিস, কবি জসিম উদ্দিন রোড এবং কমলাপুর রেলওয়ে স্টেশনে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। আয়োজনে শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

বিজ্ঞাপন

কর্মসূচির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মফিজুর রহমান বাদল। তিনি বলেন, ‘প্রতিটি শিশুরই সমান অধিকার রয়েছে এই পৃথিবীর কাছে। সুবিধাবঞ্চিত এই শিশুদের রক্তের গ্রুপ নির্ণয় সত্যিই একটি প্রয়োজনীয় উদ্যোগ। আমরা সুন্দর একটা দেশ চাই। সবাইকে আহ্বান করবো সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য এগিয়ে আসার জন্য। আমাদের সুন্দর পৃথিবি গড়তে এটি খুব প্রয়োজন।’

অধিকার প্রকল্পের সেন্টার ম্যানেজার তাহেরা ইয়াসমীন বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে কমলাপুর স্টেশন কেন্দ্রিক শিশুদের নিয়ে কাজ করছি। আমাদের কাছে মনে হয়েছে এই শিশুদের জন্য অল্প একটু হলেও সবার এগিয়ে আসা উচিত। আমরা চাই না কোন শিশুই পথে থাকুক। প্রত্যেকে তাদের অধিকার পাক। সুন্দর একটি দেশ, একটি পৃথিবী হোক আমাদের।’

আয়োজনে সহায়তা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের বাঁধন ইউনিট, স্বেচ্ছায় রক্তদাতাদের গ্রুপ ‘আলোর পথ’, স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের আলো এবং রক্তের স্পন্দন।

উল্লেখ্য, ইউনিসেফের এক জরিপ মতে, বাংলাদেশে ১০ লাখের বেশি পথশিশু রয়েছে। এদের বেশিরভাগই চরম দারিদ্র্য, অপুষ্টি, রোগ, নিরক্ষরতা ও সহিংসতাসহ নানা বঞ্চনার শিকার।

বিজ্ঞাপন

ঢাকা আহ্‌ছানিয়া মিশনের অধিকার প্রকল্প এই শিশুদের জীবন মান উন্নয়ন ও তাদের সমাজের মূলধারায় নিয়ে আসতে দীর্ঘদিন কাজ করছে। শিশুদের নিয়মিত খাদ্য ও চিকিৎসা সহায়তা সহ তাদের মৌলিক অধিকার বাস্তবায়নে তাদের অবদান উল্লেখযোগ্য।

সারাবাংলা/এমও

কমলাপুর রক্তের গ্রুপ

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর