Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্যাসিবাদের জ্বলন্ত প্রমাণ বিএনপি: ওবায়দুল কাদের

ঢাবি করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৩ ১৫:৪৯ | আপডেট: ১৮ আগস্ট ২০২৩ ১৭:৫২

ঢাবি: বিএনপিকে ফ্যাসিবাদী রাজনীতির জ্বলন্ত প্রমাণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপি আজকে ফ্যাসিবাদী রাষ্ট্র কী, এটার পুরো চরিত্রই বিএনপির ক্ষমতার আমলকে পুরো ফুটিয়ে তোলে। ফ্যাসিবাদের জ্বলন্ত প্রমাণ বিএনপি।’

শুক্রবার (১৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

১৫ আগস্টের সব শহিদের স্মরণে আয়োজিত এই আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের সঞ্চালনায় সভাপতিত্ব করেন শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন।

ওবায়দুল কাদের বলেন, ‘এই দেশের সবচেয়ে বড় সৃষ্টি, বঙ্গবন্ধুর মুখ নিঃসৃত শব্দ মুক্তি আর স্বাধীনতা। স্বাধীনতার লিগ্যাসি বঙ্গবন্ধুর নামেই উচ্চারিত হবে। একইসঙ্গে অর্থনৈতিক মুক্তির সংগ্রাম এটাও তার লিগ্যাসি, এটা বহন করছেন বঙ্গবন্ধুকন্যা।’

তিনি বলেন, ‘সাহস থাকলে আসতে তারেক রহমানকে দেশে আসতে বলেন। রাজপথে ফয়সালা হোক। আদালতের রায় আছে তার বক্তৃতা কোথাও প্রকাশ করা যাবে না। প্রতিদিনই তিনি এগুলো করে যাচ্ছেন, এর কোনো বিচার নেই? ইউরোপ আমেরিকার গণতন্ত্রের নেতারা এই ফ্যাসিস্টের তৎপরতা দেখেন না। তারেকের বিষয় দেখেন না?’

ওবায়দুল কাদের বলেন, ‘গণতন্ত্রের নামে ফ্যাসিবাদী তৎপরতা চালাচ্ছে বিএনপি। আওয়ামী লীগ শান্তিপূর্ণ নির্বাচন চায়। আর সন্ত্রাসী দল বিএনপি চায় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে। কাজেই নিষেধাজ্ঞা আর ভিসানীতি কার ওপর প্রয়োগ হয় তাই দেখা হবে।’

বিজ্ঞাপন

আলোচনা সভায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ অনেকে।

সারাবাংলা/আরআইআর/এমও

আওয়ামী লীগ ওবায়দুল কাদের টপ নিউজ ফ্যাসিবাদ বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর