Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপশক্তির রক্তচক্ষু পরোয়া করি না: মাহতাব

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৩ ২২:০০

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আওয়ামী লীগের জন্ম আন্দোলন, সংগ্রাম, লড়াইয়ের মধ্য দিয়ে। আমরা কোনো অপশক্তির রক্তচক্ষুকে পরোয়া করি না। ঐক্যই আমাদের শক্তির উৎস।’

দেশব্যাপী সিরিজ বোমা হামলার বর্ষপূর্তির দিনে বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেলে নগরীর আন্দরকিল্লায় নগর আওয়ামী লীগের সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সভাপতির বক্তব্যে মাহতাব আরও বলেন, ‘চিহ্নিত অগ্নিসন্ত্রাসীরা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। কুলাঙ্গাররা আবার মাঠে নেমেছে। এই অবস্থায় আমরা ঘরে বসে থাকতে পারি না। ঐক্যবদ্ধ শক্তি নিয়ে আমরা মাঠে থাকবো। যেখানেই তারা বিশৃঙ্খলার চেষ্টা করবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।’

সমাবেশে নগর কমিটির সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘আমেরিকা আন্তর্জাতিক সন্ত্রাসবাদের মুরব্বি। পৃথিবীর সকল অঘটনের খলনায়ক। যে মার্কিন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনী রাশেদ চৌধুরীকে আশ্রয় দেয়, তারা কোন মুখে মানবতা-গণতন্ত্রের কথা বলে? আমেরিকার পক্ষ নিয়ে যারা আন্দোলন করছে, তাদের মনে রাখা উচিৎ, কোনো বিদেশি শক্তি কাউকে ক্ষমতায় বসাতে পারে না। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশ কখনো আমেরিকার করদরাজ্য হবে না।’

নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ হাসনীর সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, সহ-সভাপতি খোরশেদ আলম সুজন ও আলতাফ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য নোমান আল মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, উপ-প্রচার সম্পাদক শহিদুল আলম, নির্বাহী সদস্য জাফর আলম চৌধুরী, মহব্বত আলী খান, মো. ইলিয়াছ।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/একে

আওয়ামী লীগ মাহতাব

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর