Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেন্দ্রীয় ছাত্রলীগের আশ্বাসে খুলল চবি ফটক

চবি করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৩ ২১:২০

চট্টগ্রাম ব্যুরো: কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের আশ্বাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের তালা খুলে দিয়েছেন আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়ে তালা খুলে দেন ছাত্রলীগের একাংশ।

চবি শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের আশ্বাসে আমরা আমাদের অবরোধ কর্মসূচি স্থগিত করেছি। তিনি আমাদের দাবির বিষয়টি দেখবেন বলেছেন।’

এর আগে, নতুন কমিটির দাবিতে বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে ফটকে তালা দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তিনটি উপগ্রুপের নেতাকর্মীরা। হঠাৎ তাদের এই কর্মসূচির কারণে ভোগান্তিতে পড়েন সাধারণ শিক্ষার্থীরা।

সারাবাংলা/এমএ/পিটিএম

চবি ফটক ছাত্রলীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর