Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদেশিরাও জানে খালেদা নির্দোষ: মঈন খান

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৩ ২০:০২

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, যে মামলায় খালেদা জিয়াকে বন্দি রাখা হয়েছে, সেই মামলায় তার বিরুদ্ধে কাগজে-কলমে কোনো প্রমাণ নেই। শুধু বাংলাদেশের মানুষই নয়, বিদেশিরাও জানে খালেদা জিয়া নির্দোষ।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল এ দোয়া মাহফিল আয়োজন করে।

বিজ্ঞাপন

ড. আব্দুল মঈন খান বলেন, ‘গণতন্ত্রহীনতা, হাজার হাজার কোটি টাকার লুটপাট ও বিরোধী মতের বিরুদ্ধে দমন-পীড়নের কারণে আজ সারাবিশ্ব বলছে দেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। জনগণের অধিকার তাদের কাছে ফিরিয়ে দিতে হবে।’

তিনি বলেন, ‘সরকার নাকি দেশকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিয়েছে। তাহলে সরকারের এত ভয় কেন? উন্নয়ন করে থাকলে তো অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগই জয়ী হবে। আসলে তারা উন্নয়নের নামে জনগণের অর্থ লুট করেছে। জনগণের সকল অধিকার কেড়ে নিয়েছে।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘বাঙালির জাতির শত বছরের ইতিহাস বলে গণতন্ত্রকামী মানুষ কখনও মাথা নত করে না। এ দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণের সরকার গঠিত হবে।’

তিনি বলেন, ‘জিয়া শুধু দেশ স্বাধীন করেননি। দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। তারই সহধর্মিণী খালেদা জিয়া জাতির প্রয়োজনে ৮২ সালে রাজনীতিতে আসেন। সেই থেকে আপসহীনভাবে রাজনীতি করে যাচ্ছেন। কিন্তু ১৯৮৬ সালে স্বৈরাচার এরশাদ শাসনামলে চট্টগ্রামের জনসভায় আজকের সরকারপ্রধান বলেছিলেন, যে এরশাদের অধীনে নির্বাচনে যাবে, সেই জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হবে। অথচ, ২৪ ঘণ্টা না যেতেই এরশাদের সাথে আঁতাত করে নির্বাচনের যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। এসব ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে।’

বিজ্ঞাপন

ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। এ সময় ছাত্রদলের সহ-সভাপতি তানজিল হাসান, রিয়াদ ইকবাল, রোকনুজ্জামান রোকন, নিজাম উদ্দিন রিপন, আকতারুজ্জামান আকতার, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, জহিরুল ইসলাম, রিয়াদ উর রহমান, হাসান আল আরিফসহ ছাত্রদলের বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এমএম মুসা।

সারাবাংলা/এজেড/পিটিএম

টপ নিউজ বিএনপি মঈন খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর