Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন কমিটির দাবিতে চবির মূল ফটকে ছাত্রলীগের তালা

চবি করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৩ ১৭:১৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভে নেমেছে ছাত্রলীগের একদল নেতাকর্মী। ছাত্রলীগের নতুন কমিটির দাবিতে শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন বিজয় ও ভিএক্স গ্রুপের নেতাকর্মীরা বলছেন, তারা অনির্দিষ্টকালের অবরোধ চালিয়ে যাবেন।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকাল সোয়া ৪টার দিকে উভয় গ্রুপের নেতাকর্মীরা একজোট হয়ে মূল ফটকে তালা দেন। এসময় উপস্থিত ছিলেন চবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস হোসাইন ও সহ সভাপতি প্রদীপ চক্রবর্তী দুর্জয়সহ অর্ধশতাধিক নেতাকর্মী।

বিজ্ঞাপন

বিজয় গ্রুপ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং ভিএক্স গ্রুপ নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।

এ বিষয়ে চবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস হোসাইন বলেন, ‘ক্যাম্পাসে ছাত্রলীগের সাংগঠনিক গতিশীলতা ফিরিয়ে আনতে এবং নতুন কমিটি ঘোষণার দাবিতে আমরা মূল ফটক তালা দিয়েছি। আগামীকাল কেন্দ্রীয় ছাত্রলীগের একটি বর্ধিত সভা আছে সেখানে যাতে সভাপতি ও সাধারণ সম্পাদক অংশগ্রহণ করতে না পারে, সেটা আমাদের মূল দাবি।’

সারাবাংলা/এমএ/একে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ টপ নিউজ তালা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর