Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য এ. জেড. এম. শহিদুল্লাহ আর নেই

সারাবাংলা ডেস্ক
১৭ আগস্ট ২০২৩ ১৬:০৫

ঢাকা: জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও দৈনিক নওরোজের ফটো সাংবাদিক এ. জেড. এম. শহিদুল্লাহ আর নেই। গতকাল বুধবার রাত ৯টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তার বয়স হয়েছিল ৭৩ বছর।

তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ১০টায় খিলগাঁও তিলপাপাড়া জামে মসজিদে মরহুমের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত এ. জেড. এম. শহিদুল্লাহ -এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সারাবাংলা/একে

জাতীয় প্রেস ক্লাব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর