Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আড়িয়াল বিলের স্যাটেলাইট ম্যাপ দাখিলের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৩ ২১:৩৪

ঢাকা: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আড়িয়াল বিলের ২০১০ ও ২০২২ সালের প্রকৃত স্যাটেলাইট এরিয়াল ম্যাপ দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গণপূর্ত সচিব, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ চার জনের প্রতি এই নির্দেশনা দেওয়া হয়েছে।

একইসঙ্গে আড়িয়াল বিলে যাতে কেউ মাটি ভরাট, নির্মাণ ও দখল করতে না পারে, তা নিশ্চিত করতেও বলেছেন আদালত।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার, শ্রীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পরিবেশ অধিদফতরের পরিচালককে এ নির্দেশ দেওয়া হয়েছে। আগামী তিন মাসের মধ্যে এ আদেশ বাস্তবায়ন করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

জনস্বার্থে দায়ের করা এক রিটে আবেদনের প্রাথমিক শুনানির শেষে বুধবার (১৬ আগস্ট) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

রুলে আড়িয়াল বিল সংরক্ষণে বিবাদীদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং আড়িয়াল বিলে অবৈধ দখল, ভরাট, স্থাপনা অপসারণ ও বিলটি সংরক্ষণের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

চার সপ্তাহের মধ্যে পরিবেশ সচিব, গণপূর্ত সচিব, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউক চেয়ারম্যান, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, পরিবেশ অধিদফতরের পরিচালক (এনফোর্সমেন্ট), মুন্সীগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার, শ্রীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।

বিজ্ঞাপন

গত ২২ জুলাইি একটি ইংরেজি দৈনিকে ‘আড়িয়াল বিল আন্ডার থ্রেট’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। পরে ওই প্রতিবেদন যুক্ত করে গত ১৩ আগস্ট হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ হাইকোর্টে (এইচআরপিবি) রিট দায়ের করে।

সারাবাংলা/কেআইএফ/এনএস

আড়িয়াল বিল

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর