Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বহিরাগত’ নিয়ে চবি ছাত্রদলের সভাপতির ঝটিকা মিছিল

চবি করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৩ ২০:৩৯

চট্টগ্রাম ব্যুরো: নতুন কমিটি গঠনের পাঁচ দিনের মাথায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে ‘ঝটিকা মিছিল’ করেছে ছাত্রদল। এতে নতুন কমিটির সভাপতি মো. আলাউদ্দিন মহশিন নেতৃত্ব দেন।

মিছিলে ছিলেন না সাধারণ সম্পাদকসহ পাঁচ সদস্যের কমিটির তিন নেতা। সভাপতির বিরোধী হিসেবে পরিচিত নেতারা বলেছেন, বহিরাগতদের নিয়ে কাকডাকা ভোরে ঝটিকা মিছিল করে সটকে পড়েছেন সভাপতি। মিছিলে বহিরাগত থাকার অভিযোগ অবশ্য স্বীকার করে নিয়েছেন সভাপতি।

বিজ্ঞাপন

বুধবার (১৬ আগস্ট) সকালে একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার আগেই মিছিলটি মূল ক্যাম্পাসের বাইরে দুই নম্বর ফটক থেকে শুরু হয়ে কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে শেষ হয়। মিছিলে সভাপতি ছাড়াও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় উপস্থিত ছিলেন।

নতুন কমিটির পাঁচ সদস্যের অন্তত দুইজন বলেন, সভাপতি বহিরাগতদের নিয়ে কাকডাকা ভোরে মূল ক্যাম্পাসের বাইরে ঝটিকা মিছিল করেছেন। মিছিলে হাতেগোনা দুই-একজন ছাড়া বাকি সবাই হাটহাজারী ও অন্যান্য ইউনিটের কর্মী। এর মাধ্যমে তিনি প্রকারান্তরে সংগঠনকে ছোট করেছেন।

মিছিলে বহিরাগত থাকার অভিযোগ স্বীকার করে সভাপতি আলাউদ্দিন মহশিন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র সংগঠনকে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই সহযোগিতা করবে, এটা তো স্বাভাবিক ব্যাপার।’

মূল ক্যাম্পাসে না যাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘কিছুদিন আগে ছাত্রলীগ সভাপতি বলেছিল আমরা ক্যাম্পাসে প্রবেশ করতে পারবো না। আমরা কার্যক্রম মাত্র শুরু করেছি। আমরা ধীরে-সুস্থে আগাচ্ছি।’

গত ১১ আগস্ট চবি শাখা ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। ‘ত্যাগী ও নির্যাতিত’ সহযোদ্ধাদের মূল্যায়ন না করার অভিযোগ এনে এরই মধ্যে পদত্যাগ করেছেন সিনিয়র সহসভাপতি মামুনুর রশীদ মামুন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএ/এমও

ছাত্রদল ঝটিকা মিছিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর