Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাঈদীর মৃত্যুতে শোক, ৩ ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৩ ২০:১১ | আপডেট: ১৭ আগস্ট ২০২৩ ০০:৩০

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো: যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় অভিযোগে লোহাগাড়া উপজেলার তিন ছাত্রলীগ নেতাকে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) উপজেলা ছাত্রলীগের সভাপতি এ. কে. এম আসিফুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

অব্যাহতি পাওয়া তিনজন হলেন— উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি গাজী আমজাদ, মো. তাউসিফ এবং উপ-দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মাসুম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া অসাম্প্রদায়িক চেতনা বহন করা একটি সংগঠন। এই সংগঠনে নীতি-আদর্শ ভুলে নৈতিক অবক্ষয় হওয়া কারও স্থান নেই। সম্প্রতি নীতি-আদর্শ ও সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে উপজেলার তিনজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফুর রহমান চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘রাজাকার সাঈদীর মৃত্যুতে ছাত্রলীগের পদ-পদবীধারী নেতারা শোক জানাবে এটা মেনে নেওয়া যায় না। ছাত্রলীগ মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী। বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের রাজনীতি করে।’

‘যারা মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছে, আমাদের ভাইকে হত্যা করেছে, মা-বোনকে নির্যাতনের জন্য পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছে, তাদের মৃত্যুতে ফেসবুকে শোকবার্তা দিয়ে কেউ ছাত্রলীগের কর্মী থাকতে পারে না।’

‘আমরা মিটিং করে তিন ছাত্রলীগ নেতাকে উপজেলা ছাত্রলীগ থেকে অব্যাহতি দিয়েছি। তাদের দায় ভার উপজেলা ছাত্রলীগ নেবে না। তাদেকে স্থায়ী বহিষ্কার করার জন্য দক্ষিণ জেলা ছাত্রলীগ বরাবরে লিখিত জানানো হয়েছে।’

বিজ্ঞাপন

জানতে চাইলে দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি বোরহান উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘একজন রাজাকারের মৃত্যুতে শোক প্রকাশ করা কোনোভাবেই কাম্য হতে পারে না। যুদ্ধাপরাধী সাঈদীর মৃত্যুতে ফেসবুকে শোক প্রকাশ করায় লোহাগাড়া ছাত্রলীগের তিন নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

‘তাদের স্থায়ী বহিষ্কার করার জন্য আমরা সেটা কেন্দ্রে জানাব। এরকম আরও আছে। সাতকানিয়া, বাঁশখালী এসব জায়গায় এরকম ঘটনা ঘটেছে। আমরা এর তালিকা করছি। স্কিনশট নিয়েছি। আমরা এদের সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।’

সারাবাংলা/আইসি/এনএস

ছাত্রলীগ টপ নিউজ দেলাওয়ার হোসাইন সাঈদী

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর