Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইলে পাট কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে এক জন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৩ ২০:১০

নড়াইল: নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের দেবভোগ গ্রামে পাট কাটাকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষে রাধাবল্লভ বিশ্বাস নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত রাধাবল্লভ বিশ্বাস দেবভোগ গ্রামের রামমোহন বিশ্বাসের ছেলে। এ ঘটনায় আরও অন্তত ৮ জন আহত হয়েছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শেখহাটি ইউনিয়নের দেবভোগ গ্রামের রাধাবল্লভ বিশ্বাসের শরিকদের জমি নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের বাহির গ্রামের সালাম শেখ কিনে নেয়। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

বিজ্ঞাপন

আজ দুপুরে বিরোধপূর্ণ জমিতে পাট কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে সালাম শেখের ছেলে ইমন শেখ, আলম শেখ, ইমরান শেখ, ইমরান শেখ, সুবল বিশ্বাস, রাধাবল্লভ বিশ্বাস, সুফল বিশ্বাস, স্মৃতি রানী বিশ্বাস, শ্যাম বিশ্বাস আহত হয়। আহতদের নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাধা বল্লভ বিশ্বাস মারা যান।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এমও

নড়াইল পাট কাটা

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর