Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ১৫ হাজার শিশু-কিশোর পাবে আত্মরক্ষার প্রশিক্ষণ

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৩ ১৮:৪৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ১৫ হাজার শিশু-কিশোরকে আত্মরক্ষার কৌশল শেখাতে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নেতৃত্বে ইউনিসেফের সহযোগিতায় শিশুদের, বিশেষ করে মেয়েদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে এই কর্মসূচি চালু করা হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) নগরীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রশিক্ষণের বিস্তারিত তুলে ধরা হয়।

ইউনিসেফ বাংলাদেশের চাইল্ড প্রটেকশন ম্যানেজার এলিসা কল্পনা বলেন, ‘বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে, দেশে প্রায় সাড়ে চার কোটি শিশু গার্হস্থ্য সহিংসতার শিকার। বাল্যবিবাহের শিকার সাড়ে তিন কোটি শিশু আর বর্তমানে শিশু শ্রমিক রয়েছে ২০ লাখ।’

‘তাই যেকোনো ধরনের ভায়োলেন্স প্রতিরোধের লক্ষ্যে আমরা কাজ করছি। মেয়েদের অধিকার আছে খেলাধুলা করার। বাংলাদেশ অনেক ক্ষেত্রে অনেক ভালো কাজ করছে। আশাকরি এক্ষেত্রেও ভালো করবে।’

ইউনিসেফ চট্টগ্রাম বিভাগের চিফ অব ফিল্ড অফিস মাধুরী ব্যানার্জি বলেন, ‘ইউনিসেফ বাংলাদেশ সরকারের সাথে একসঙ্গে কাজ করছে। যাতে আমরা এসডিজির লক্ষ্যমাত্রাগুলো অর্জন করতে পারি।’

‘সারাদেশে এক লাখ শিশু-কিশোর আত্মরক্ষার প্রশিক্ষণের আওতায় আসবে। এরমধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন ও জেলা মিলিয়ে ৫ হাজার, কক্সবাজারে ৫ হাজার এবং কুমিল্লায় ৫ হাজার শিশু-কিশোর প্রশিক্ষণ পাবে।’

ইউনিসেফ বাংলাদেশ’র চাইল্ড প্রটেকশন স্পেশালিস্ট মনিরা হাসান বলেন, ‘বাংলাদেশের শিশু ও নারীর উপর ভয়াবহ নির্যাতন চলে। বিশেষ করে ফিমেল শিশুদের উপর নির্যাতনের হার সবচেয়ে বেশি। আমাদের এই প্রজেক্টের উদ্দেশ্য হচ্ছে নারী শিশুদের আত্মরক্ষার কৌশল শেখানো।’

বিজ্ঞাপন

‘যার মাধ্যমে সে রক্ষা করতে পারবে এবং আক্রমণকারীর হাত থেকে বেঁচে ফিরবে। এইটার আওতায় আমরা ছেলেদেরকেও নিয়েছি কারণ আমরা দেখি ছেলে শিশুরাও বড়দের দ্বারা নির্যাতিত হয়।’

প্রজেক্টের হিউম্যান রিসোর্স ম্যানেজার তোফাজ্জল হোসেন বলেন, ‘আমরা এই কাজের মধ্য দিয়ে বাংলাদেশ একটি মাইলফলক তৈরি করতে চাই। আমরা বাংলাদেশে ১ লাখ শিশুদের এই প্রজেক্টের আওতায় নিয়ে আসতে চাই।’

ইউনিসেফ চট্টগ্রাম অঞ্চলের চাইল্ড প্রটেকশন অফিসার জেসমিন হোসাইন বলেন, ‘সুরক্ষিত না থাকলে শিশুরা নিজেদের অধিকার পাবে না। শিশু অধিকার সনদে স্পষ্ট আছে, আনন্দ করা প্রতিটি শিশুর অধিকার। তাদের আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য আত্মরক্ষার কৌশল জানা খুব জরুরি।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ ও কক্সবাজার জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি ও সেলফ ডিফেন্স প্রজেক্ট এর মাস্টার ট্রেনার শৌল হাচ্ছা।

সারাবাংলা/আইসি/এনএস

আত্মরক্ষার প্রশিক্ষণ ইউনিসেফ বাংলাদেশ