Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ডেঙ্গুতে একজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৩ ১৮:২৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৮ জনে।

বুধবার (১৬ আগস্ট) বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৯১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আক্রান্তদের মধ্যে ৫ জন বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ৩১ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, ২১ জন বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকশাস ডিজিজেজ হাসপাতালে এবং ৬ জন চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া আক্রান্ত আরও ২৮ জন চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রকাশিত তথ্যে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে মোজাহের মাওলা (৪০) নামে একজনকে গত মঙ্গলবার (৮ আগস্ট) নগরীর বেসরকারি মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন রাতেই তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসেবে ‘ডেঙ্গু শক সিনড্রোম’ উল্লেখ করা হয়েছে। তার বাড়ি নগরীর আকবর শাহের বিশ্বকলোনি এলাকায়।

চলতি বছর চট্টগ্রামে মোট ৪ হাজার ২৯৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৪৬ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ৪ হাজার ৪৯ জন সুস্থ হয়ে ফিরে গেছেন।

চলতি আগস্ট মাসে ১ হাজার ৫১৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে, জুলাইয়ে সর্বোচ্চ সংখ্যক ২ হাজার ৩১১ জন হাসপাতালে ভর্তি হন। এছাড়া জানুয়ারিতে ৭৭ জন, ফেব্রুয়ারিতে ২২ জন, মার্চে ১২ জন, এপ্রিলে ১৮ জন, মে মাসে ৫৩ জন এবং জুন মাসে ২৮৩ জন আক্রান্ত হন।

চলতি বছর মারা যাওয়া ৩৮ জনের মধ্যে শিশু-কিশোর মিলিয়ে ১৫ জন, ১১ জন পুরুষ এবং ১২ জন নারী রয়েছেন। এর মধ্যে জানুয়ারিতে ৩ জন, জুনে ৬ জন, জুলাইয়ে ১৬ জন এবং আগস্ট মাসের ১৬ দিনে ১৩ জন মারা গেছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২০ সালে চট্টগ্রামে ১৭ জন, ২০২১ সালে ২৭১ জন এবং ২০২২ সালে ৫ হাজার ৪৪৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। ২০২২ সালে ৪১ জন এবং ২০২১ সালে পাঁচ জন মারা যায়।

সারাবাংলা/আইসি/এমও

ডেঙ্গু

বিজ্ঞাপন

কুয়েটে ভর্তি পরীক্ষা আজ
১১ জানুয়ারি ২০২৫ ১০:১০

আরো

সম্পর্কিত খবর