Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২৩ ১৮:৪২

ময়মনসিংহ: ময়মনসিংহে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে সদর উপজেলার চুরখাই কান্দাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। মৃতরা হলো কান্দাপাড়া গ্রামের আহাম্মদ আলীর ছেলে মো. জুলহাস (২৬) ও তার স্ত্রী মোছা. অঞ্জনা (২৪)।

অঞ্জনা বেগম গৌরীপুরের ভাঙনামারী খোদাবক্সপুরের সুরুজ আলীর মেয়ে।

কোতোয়ালি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ জানান, ৯ মাস আগে বিয়ে হয় জুলহাস ও অঞ্জনার। অঞ্জনা ৪ মাসের গর্ভবতী ছিল। তারা দু’জনের দ্বিতীয় বিয়ে এটি।

সকালে ঘরের দরজা না খোলায় সন্দেহ হয় বাড়ির লোকজনের। পরে ঘরের উপরের চালের টিন সরিয়ে দরজা খুলে জুলহাসের মরদেহ ওড়নায় পেচানো ঝুলন্ত অবস্থায় ও স্ত্রী অঞ্জনাকে খাটের উপরে থাকতে দেখে পুলিশে খবর দেয় বাড়ির লোকজন। পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে।

তিনি আরও বলেন, প্রাথমিক ধারনায় স্ত্রীকে শ্বাস রোধে হত্যার পর স্বামী নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/একে

আত্মহত্যা ময়মনসিংহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর