‘ষড়যন্ত্রকারীরা বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ হচ্ছে’
সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২৩ ০৯:২১ | আপডেট: ১৫ আগস্ট ২০২৩ ১২:০৪
১৫ আগস্ট ২০২৩ ০৯:২১ | আপডেট: ১৫ আগস্ট ২০২৩ ১২:০৪
ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ষড়যন্ত্রকারীরা বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ হচ্ছে। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে আরেকবার আঘাত করার জন্য। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তি ঐক্যবদ্ধ হয়ে তাদের পরাজিত করব।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশ আজও ষড়যন্ত্র থেকে মুক্তি পায়নি। বঙ্গবন্ধুকে না হারালে বাংলাদেশ এতদিনে উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হতো, পরিচিত পেত।’
এর আগে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ক্ষমতাসীন দলটির নেতারা।
সারাবাংলা/এনআর/পিটিএম