কাভার্ডভ্যানে ‘সন্দেহজনক’ কাপড়, গ্রেফতার ২
১৪ আগস্ট ২০২৩ ১৮:৪০ | আপডেট: ১৪ আগস্ট ২০২৩ ১৮:৪১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরী থেকে ঢাকায় যাওয়ার পথে দুটি কাভার্ডভ্যানে তল্লাশি করে বিপুল পরিমাণ কাপড় জব্দ করেছে পুলিশ। কাভার্ড ভ্যানগুলোর দুই চালককে গ্রেফতার করা হয়েছে। পুলিশের সন্দেহ, পোশাক কারখানা থেকে কাপড়গুলো চুরি করে নেওয়া হচ্ছিল।
রোববার (১৩ আগস্ট) রাতে নগরীর বন্দর থানার বেড়িবাঁধ টোল রোডের কাটাবাগান এলাকা থেকে কাভার্ড ভ্যান দুটি আটক করা হয়।
গ্রেফতার দুই চালক হলেন-মো. কাশেম (৪০) ও রিয়াদ হোসেন (২৫)।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা সারাবাংলাকে জানান, কাভার্ড ভ্যান দুটিতে তল্লাশি করে ৫৫০ রোল কাপড় জব্দ করা হয়েছে। এর মধ্যে একটি থেকে ২৮২ রোল ও আরেকটি থেকে ২৬৮ রোল কাপড় জব্দ করা হয়েছে।
‘জিজ্ঞাসাবাদে দুই চালক জানিয়েছেন, তারা চট্টগ্রাম ইপিজেড থেকে কাপড় নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। কিন্তু কাপড়ের মালিক কে বা কারা সেটা বলতে পারেননি। চালান সংক্রান্ত নথিও দেখাতে পারেননি। বরং বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন। বন্দর-ইপিজেড এলাকায় কাপড় চুরির সঙ্গে বিভিন্ন সিন্ডিকেট জড়িত। আমাদের ধারণা, দুই চালকও সিন্ডিকেটের সদস্য। তারা বিভিন্ন গার্মেন্টেসের কাপড় চুরি করে বিক্রির উদ্দেশ্যে ঢাকা নিয়ে যাচ্ছিল।’
গ্রেফতার দুজনের বিরুদ্ধে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল সরোয়ার বাদী হয়ে মামলা করেছেন বলে ওসি জানান।
সারাবাংলা/আরডি/এনইউ