Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ থেকে বন্ধ থাকবে দেশের সব কোচিং সেন্টার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৩ ১০:৪৬ | আপডেট: ১৪ আগস্ট ২০২৩ ১৩:২৭

ঢাকা: চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষাকে কেন্দ্র করে আজ সোমবার (১৪ আগস্ট) থেকে টানা ৪৩ দিনের জন্য দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষে ১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকার কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সম্প্রতি রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের এক প্রেস ব্রিফিংয়ে দীপু মনি আরও জানিয়েছিলেন, আমরা সব সময় একটি সুষ্ঠু, শৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত করতে চাই।

বিজ্ঞাপন

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ১৭ আগস্ট (বৃহস্পতি) থেকেই সারাদেশে এইচএসসি পরীক্ষা শুরু হবে। এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী অংশ নেবেন। তাদের মধ্যে ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন ছাত্র ও ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন ছাত্রী।

৯ হাজার ১৬৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীর জন্য ২ হাজার ৬৫৮টি কেন্দ্রে পরীক্ষা হবে। গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ৫৫ হাজার ৯৩৫ জন।

আর চলতি বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১১ লাখ ৮ হাজার ৫৯৪। তার মধ্যে ৫ লাখ ২৬ হাজার ২৫১ জন ছাত্র ও ৫ লাখ ৮২ হাজার ৩৪৩ জন ছাত্রী। মোট ৪ হাজার ৬৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ১ হাজার ৫৩৫টি পরীক্ষাকেন্দ্র স্থাপন করা হবে।

অন্যদিকে আলিম পরীক্ষায় অংশ নিচ্ছে ৯৮ হাজার ৩১ শিক্ষার্থী। তার মধ্যে ছাত্র ৫৩ হাজার ৬৩ জন ও ছাত্রী ৪৪ হাজার ৯৬৮ জন। আলিম পরীক্ষায় মোট ২ হাজার ৬৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ৪৪৯টি পরীক্ষাকেন্দ্র স্থাপন করা হবে। আর কারিগরি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৫২ হাজার ৭১৭।

বিজ্ঞাপন

এর মধ্যে ১ লাখ ৯ হাজার ৫৭৩ জন ছাত্র ও ৪৩ হাজার ১৪৪ জন ছাত্রী। ১ হাজার ৮৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ৬৭৪টি কেন্দ্র স্থাপন করা হবে। এছাড়া বরাবরের মতো দেশের বাইরেও আটটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/জেআর/এমও

কোচিং সেন্টার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর