নিখোঁজের ২ দিন পর খালে মিলল বৃদ্ধের মরদেহ
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৩ ২৩:৫৩
১৩ আগস্ট ২০২৩ ২৩:৫৩
চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জে নিখোঁজের দুদিন পর মোজাফ্ফর হোসেন (৬৪) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৩ আগস্ট) দুপুর দুইটার দিকে উপজেলার বিরামপুর মজিন্দহ খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মোজাফ্ফর হোসেন উপজেলার নয়ালাভাঙা ইউনিয়নের সুন্দরপুর গ্রামের মৃত আইনুদ্দিনের ছেলে। এর আগে, গত ১১ আগস্ট নিখোঁজ হন তিনি। এ ঘটনায় তার ছেলে জুয়েল রানা ওই দিনই বাবার সন্ধান চেয়ে শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, দুপুরে খালের পানিতে মরদেহ ভাসতে দেখে থানা পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
সারাবাংলা/পিটিএম