Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় ৩ দিনের ব্লক রেইড

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৩ ২১:৪১ | আপডেট: ১৩ আগস্ট ২০২৩ ২২:৪৩

ঢাকা: আগামী ১৫ আগস্ট জাতীয় শোকদিবস কেন্দ্র করে রাজধানীতে ব্লক রেইড চালাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ১২ আগস্ট শুরু হওয়া ব্লক রেইড রাজধানীর বিভিন্ন এলাকায় চলবে ১৪ আগস্ট পর্যন্ত।

শনিবার (১২ আগস্ট) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন।

১৫ আগস্টকে কেন্দ্র করে সব আবাসিক হোটেল, মেস এবং বস্তি এলাকায় ব্লক রেইড ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করতে হবে। ১৫ আগস্ট উপলক্ষে নৈরাজ্য, বিশৃঙ্খলা, ধ্বংসযজ্ঞ এবং জঙ্গিবাদের ঘটনা না ঘটে সে জন্য এই অভিযান চলবে। কেবলমাত্র সন্দেহপ্রবণ এবং যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে জঙ্গিরা যেন অবস্থান না নিতে পারে সে লক্ষ্যে বাসাবাড়ি, আবাসিক হোটেল, মেস, বস্তিসহ এলাকা ভিত্তিক ব্লক রেইড, তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করতে হবে। ডিএমপির সব আবাসিক হোটেল, মেস এবং বস্তি এলাকায় ব্লক রেইড ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করতে হবে।

বিশেষ অভিযানের সময় উঠান বৈঠকের কার্যক্রম বেগবান করতে হবে। উঠান বৈঠকের মাধ্যমে বিভিন্ন এলাকায় জঙ্গিবাদ ও জঙ্গিবাদের হুমকি সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে এবং জনগণকে পুলিশি কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করতে হবে।

কোনো ধরনের সন্ত্রাসী জঙ্গিগোষ্ঠী যেন ঢাকা মহানগরীতে অন্তর্ঘাতমূলক কার্যক্রম পরিচালনা করতে না পারে সে বিষয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করতে ও বিশেষ অভিযান সফল করার জন্য অনুরোধ করা হলো।

এ ছাড়া ছাত্রাবাস, ক্লিনিক, পরিত্যক্ত কারখানা, সন্দেহভাজন কোচিং সেন্টার, ইংরেজি মাধ্যম স্কুল/শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য সন্দেহভাজন প্রতিষ্ঠান সমূহে তল্লাশি ও ব্লক রেইড কার্যক্রম পরিচালনা করতেও বলা হয়েছে।

বিজ্ঞাপন

ডিএমপির প্রতিটি থানায় ভাড়াটিয়া এবং প্রতিটি মেসের সদস্যদের তথ্য হালনাগাদ পূর্বক সন্দেহজনক ব্যক্তিদের তথ্যাদি সংশ্লিষ্ট বিভাগের উপ-পুলিশ কমিশনারের মাধ্যমে ডিবি এবং সিটিটিসিকে জানাতে হবে।

সারাবাংলা/ইউজে/একে

১৫ আগস্ট টপ নিউজ পুলিশ রাজধানী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর