Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে আগুনে পুড়ল ৮ দোকান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৩ ১৮:৩৫

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচরে অগ্নিকাণ্ডে আটটি দোকান ভস্মিভূত হয়েছে। শনিবার (১২ আগস্ট) ভোরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আক্তার মিয়ার হাট বাজারে এ আগুন লাগে।

স্থানীয় লোকজন জানান, আক্তার মিয়ারহাট বাজারের সাইফুল ক্রেকারিজ থেকে আগুনের সূত্রপাত। এতে বকুল স্টোর, শাকিল স্টোর, ফাতেহা মেডিসিন সেন্টার, নিজাম কসমেটিক্স, মাওলানা মেডিসিন সেন্টার, নুর নবী স্টোর, আলমগীর স্টোর, হুদু মিয়ার নুর কপি হাউজ পুড়ে ছাই হয়ে যায়।

বিজ্ঞাপন

খবর পেয়ে সুবর্ণচর উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি অগ্নিকাণ্ডে তাদের কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সুবর্ণচর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইনচার্জ মো.নুরুন নবী বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে। তবে আগুনে ৮টি দোকান পুড়ে যায়।

সারাবাংলা/এনইউ

অগ্নিকাণ্ড দোকান নোয়াখালী ভস্মীভূত

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর