Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুন্দরবনের দস্যু বাহিনী প্রধান আসাবুরসহ গ্রেফতার ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৩ ১৬:১৯

বাগেরহাট: সুন্দরবনের দস্যু আসাবুর বাহিনীর প্রধান আসাবুর ও তার সাত সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার (১৩ আগস্ট) র‍্যাব-৬ এর উপকমান্ডার লে. কমান্ডার নাজিউর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, খুলনার দাকোপের সুতাখালী ও বাগেরহাটের মোংলার ইপিজেড এলাকায় শনিবার (১২ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশি-বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের পার্শ্ববর্তী দাকোপ এলাকায় অভিযানে নামে র‍্যাব-৬। এ সময় দাকোপ থেকে আসাবুরের দুই সহযোগী ইস্রাফিল সানা (২২) এবং শাহীন আলমকে (২৪) আটক করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী দাকোপের সুতরখালী এলাকার একটি ঘের থেকে মাটি খুঁড়ে বের করা হয় একটি কাটা রাইফেল, দুটি ওয়ান শুটার গান, একটি বিদেশি নাইন এমএম পিস্তল, দুই রাউন্ড পিস্তলের ও আট রাউন্ড বন্দুকের গুলি।

এই র‍্যাব কর্মকর্তা আরও জানান, পরবর্তীতে আবারও খুলনার দাকোপ এবং বাগেরহাট জেলার মোংলার ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে বাহিনী প্রধান আসাবুরসহ ছয় জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

সারাবাংলা/এনইউ

আসাবুর গ্রেফতার টপ নিউজ দস্যু সুন্দরবন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর