Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন উপাচার্য পেল রুয়েট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৩ ১৫:৫০ | আপডেট: ১৩ আগস্ট ২০২৩ ১৫:৫১

রাজশাহী: দীর্ঘ এক বছর পর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমকে রুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

রোববার (১৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের আদেশক্রমে চুয়েটের পুরকৌশল বিভাগের ড. জাহাঙ্গীর আলমকে চার বছরের জন্য রুয়েটে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০৩ এর ১০ (১) ধারা অনুযায়ী তাকে এই নিয়োগ দেওয়া হয়।

অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম তৎকালীন চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ১৯৮৪ সালে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা শেষ করে পুরকৌশল বিভাগে অধ্যাপনা শুরু করেন। এছাড়া ভূমিকম্প প্রকৌশলবিদ ড. জাহাঙ্গীর চুয়েটের অনুষদ ও বিভাগের ডিন, পরিচালক ও বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছেন।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখের মেয়াদ শেষ হয় গত বছরের ৩০ জুলাই। এর একদিন পর শিক্ষা মন্ত্রণালয় রুয়েটের ফলিতবিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন ড. সাজ্জাদ হোসেনকে রুয়েটের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য (ভিসি) করা হয়। সাজ্জাদ হোসেন গত ২৯ মে শিক্ষকদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন। এরপর থেকে রুয়েট অভিভাবক শূন্য হয়ে যায়।

সারাবাংলা/এনইউ

উপাচার্য টপ নিউজ রুয়েট

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর